পাতা:ইন্দিরা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

• * 。 দশম পরিচ্ছেদ s१ * হি। মহারাজ । আপনি সর্ব্বজ্ঞই বটে। পত্রার্থ আমার গৃহে আছে। , র। তুমি শিবিকারোহণে পুনশ্চ গৃহে গিয়া সেই পত্রা লইয়া আইস। তুমি । আসিলে আমি সকল কথা বলিব । দশম পরিচ্ছেদ হিরন্ময়ী রাজার আজ্ঞায় শিবিকারোহণে স্বগৃহে প্রত্যাগমন করিলেন, এবং তথা হইতে সেই পূর্ববর্ণিত পত্রাদ্ধ লইয়া পুনশ্চ রাজসন্নিধানে আসিলেন। রাজা সেই পত্রাদ্ধ দেখিয়া, আর একখানি পত্রার্দ্ধ কোটা হইতে বাহির করিয়া হিরন্ময়ীকে দিলেন। বলিলেন, “উভয় অৰ্দ্ধকে মিলিত কর।” হিরন্ময়ী উভয়াৰ্দ্ধ মিলিত করিয়া দেখিলেন, মিলিল । রাজা কহিলেন, “উভয়াৰ্দ্ধ একত্রিত করিয়া পাঠ কর।” তখন হিরন্ময়ী নিম্নলিখিত মত পাঠ করিলেন । -

  • ( জ্যোতিষ গণনা করিয়া দেখিলাম) যে, তুমি যে কল্পনা করিয়াছ তাহ কর্তব্য নহে । ( হিরন্ময়ী তুল্য সোণার পুত্তলিকে ) কখন চিরবৈধব্যে নিক্ষিপ্ত করা যাইতে পারে না। তাহার (বিবাহ হইলে ভয়ানক বিপদ । ) তাহার চিরবৈধব্য ঘটিবে গণনা দ্বারা জানিয়াছি। তবে পঞ্চ বৎসর ( পর্য্যন্ত পরস্পরে ) যদি দম্পতি মুখদর্শন না করে, তবে এই গ্রহ হইতে যাহাতে নিস্কৃতি (হইতে পারে ) তাহার বিধান আমি করিতে পারি।”

পাঠ সমাপন হইলে, রাজা কহিলেন, “এই লিপি আনন্দস্বামী তোমার পিতাকে লিখিয়াছিলেন।” - - হি। তাহ এখন বুঝিতে পারিতেছি। কেন বা, আমাদিগের বিবাহকালে ময়নাবৃত হইয়াছিল—কেনই বা গোপনে সেই অদ্ভুত বিবাহ হইয়াছিল—কেনই বা পঞ্চ বৎসর অঙ্গুরীয় ব্যবহার নিষিদ্ধ হইয়াছে,তাহা বুঝিতে পারিতেছি। কিন্তু আর ত . কিছুই বুঝিতে পারিতেছি না। রাজা। আর ত অবশ্ব বুঝিয়াছ যে, এই পত্র পাইয়াই তোমার পিতা পুরন্দরের সহিত সম্বন্ধ রহিত করিলেন। পুরন্দর সেই ছঃখে সিংহলে গেল। এ দিকে আনন্দস্বামী পারানুসন্ধান করিয়া একটি পাত্র স্থির করিলেন। পাত্রের কোষ্ঠী গণনা করিয়া জানিলেন যে, পাত্রটির অশীতি বৎসর পরমায়ু। তবে অষ্টাবিংশতি wo