পাতা:ইলেকট্রিক টেলিগ্রাফ.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

#c ভূমিকা । আনুকুল্য তদ্বারা না হউক কিন্তু গ্রন্থকার মহাশয় পূৰ্ব্বে যেরূপ শিক্ষা প্রদান করিয়াছিলেন তদুপদেশ প্রসাদাৎ এই পুস্তক লিখিতে সাহসী হইয়াfছ । শ্ৰীযুত এম টাউনসেগু (y. TowNSEN) ও শ্ৰীযুত রাবিনসন . সাহেব (J. RoBINsoN) সাহেব “সত্যপ্রদীপ" নামক বাঙ্গল! সম্বাদ পত্রে বিদ্যুতীয় বিষয় অনেক কথা প্রকাশ করিয়াছিলেন তাহাও আমরা অতি সাবধানপূৰ্ব্বক পাঠ করিয়াছি। চরমে ইহা লিখিতব্য যে এই পুস্তক শুদ্ধ পূৰ্ব্বোক্ত বিদ্যানূরাগি শ্ৰীল ঐযুক্ত বাবু শ্ৰীনাথ দে চতুধুরীণ মহাশয়ের প্রযন্সে ও পরামর্শে এবং অীদ্যোপান্ত র্তাহারি সাহায্য অবলম্বনে বিরচিত হইয়াছে সুভরা তাহার নিকট সম্পূর্ণরূপে কৃতজ্ঞতা স্বীকারপূর্বক ভূমিকা সমাপন করিলাম । - ইতি গ্রন্থকারস্য সমাবেদনমিদ৭ । স্ত্রীরামপুর “ তমোহর’ যন্ত্রালয় । -

৬২ সাল । ১৬ আশ্বিন । •

ইংরাজি ১৮৫৫ সাল । ১ অক্টাবর ।