পাতা:ঈশাচরিতামৃত.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশাচরিতামৃত। '$$ कबैिबा फूनिबारह। छूमि इति श्शरक निकडि प्राe ज़श श्रण छूमि সিজারের বন্ধু নহ। যে আপনাকে রাজা মনে করে সে সিজারের বিরোধী।” কতই যেন রাজভক্তি / জাপমার চিরকাল রাজবিদ্রোহিত করিয়া আসিয়াছে, এক্ষণে যিশুর প্রাণনাশের জন্য রোমীয় সম্রাটের পরমহিতৈষী হইল। নীচ স্বার্থের জন্য মানুষ এইরূপ ব্যবহার চিরকালই করে, যে শক্ৰ লেও তখন ৰন্ধুর ন্যায় হইয়া দঁাড়ায় । । - ঘিণ্ড গালিল দেশীয় লোক ইহা শুনিয়া পাইলেট্‌ ৰ্তাহাকে হেরোদ জান্টিপাসের নিকট বিচারার্থ পাঠাইয়া দেয়। হেরোদ কোন কাৰ্য্য উপলক্ষে তৎকালে জেরুশালমে উপস্থিত ছিল। যিশুর অদ্ভুত আশ্চর্ঘ্য ক্রিয় স্বচক্ষে একবার সে দেখে এটি অনেক দিনের বাঞ্ছ, এই জন্য র্তাহার আগমনবার্তা শুনিয়া সে বড় আঙ্কাদিত হয়। কৌতুহলী হইয়। সে অনেক প্রশ্ন তাহাকে জিজ্ঞাসা করিল, কিন্তু তিনি তাহার একটী কথারও উত্তর দিলেন না। ইহাতে আন্টিপাস বিরক্ত হইয়। অপমান করত র্তাহাকে পুনরায় পাইলেটের নিকট ফেরত পাঠায়। পাইলেট অভিযোজাদিগকে বলিল, “তবে তোমর আপনাদের দণ্ডবিধি অনুসারে ইহার বিচার কর।” তাহারা বলিল, “আমাদের ধৰ্ম্মবিধি অনুসারে আমরা ইহার প্রাণ দণ্ড করিতে পারি, কেন না এ ব্যক্তি আপনাকে ঈশ্বরের পুত্র বলিয়া বিশ্বাস করে।" তদনন্তর পাইলেট, বিচারসিংহাসনে উপবেশন করিয়া যিশুকে কহিল, “তুমি কি য়িহদীদিগের রাজা ?” যিশু বলিলেন, “এ কথা তুমি আপন হইতে বলিতেছ, ন কাহারে মুখে শুনিয়াছ ?” পাইলেট বলিল, “আমি কি য়িহুদী ? তোমার। ষে সকল স্বজাতীয় লোক প্রধান ধৰ্ম্মযাজক তাহারাই তোমাকে এখানে আনি য়াছে ? তুমি কি অপরাধ করিয়াছিলে?” যিশু বলিলেন, “আমার রাজ্য এ পৃথিবীতে নহে, তাহা হইলে আমার অনুচরবর্গ বিপক্ষের সঙ্গে যুদ্ধ করিত।” পাইলেট বলিল, “তবে ভূমিত এক জন রাজা ?” যিশু বলিলেন, “সে কথা ভূমিই বলিতেছ। সত্যের সাক্ষ্য দিবার জন্য আমার পৃথিবীতে আগমন। বাহারা সত্যরাজ্যের লোক তাহার। আমার কথা শ্রবণ করে।” পাইলেট, কহিল, “সত্য ভূমি কাহাকে বল ?” - অনঙর সে বাহিরে অসিয়া ধৰ্ম্মযাজকগণকে কহিল, "আমিড এ ব্যক্তির