পাতা:ঈশাচরিতামৃত.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ჯ) ঈশাচরিতামৃত। (বালকের প্রতি প্রেম । ) যিশু বড় শিশু ভাল বাসিতেন। র্তাহার ঐকরকমল শিশুগণের মস্তকে স্থাপিত হয় ইহা অনেক পিতা মাতার মনে সাধ হইত। এক স্থানে তাহার আশীৰ্ব্বাদ পাইবার জন্য কয়েকটি বালক উপস্থিত হইল। শিষ্যেরা স্তাহাদিগকে ধৰ্ম্মক দেওয়াতে তিনি অসন্তুষ্ট হইয়। বলিলেন, “উহাদিগকে নিষেধ করিও না, আসিতে দাও, কারণ স্বৰ্গরাজ্য ইহাদিগের ন্যায়। সত্যু সত্য জামি বলিতেছি, শিশুর মত না হইলে কেহ স্বৰ্গরাজ্যে প্রবেশ করিডে পারিবে না। " পরে তাহাদিগের মস্তকম্পর্শপূৰ্ব্বক আশীৰ্ব্বাদ করিয়া যিশু তথা হইতে অন্যত্র চলিয়া গেলেন । তিনি ক্ষুদ্র শিশু সস্তানদিগের যেরূপ প্রশংসা করিতেন তাহ দেখিলে আর মনে হয় না যে মনুষ্য জন্মপাপী । অন্ততঃ তিনি এ ভ্রান্ত মতে বিশ্বাস করিতেন না। ( অনস্তজীবন । ) পথিমধ্যে এক যুবা দৌড়িয়া সাসিয়। অতীব বিনয় সহকারে বলিল, “হে সকরো কি করিলে আমি অনন্ত জীবনের অধিকারী হইতে পারি তাহা বলিয়। দিন , " যিশু বলিলেন, “তুমি আমাকে কেন সৎ বলিতেছ ? ঈশ্বর ব্যতীত সৎ আর কেহ নাই। যদি তুমি অনন্ত জীবনে প্রবেশ করিতে সমুৎসুক হও তবে ঈশ্বরাজ্ঞা পালন কর । " যুবা বলিল, “কি সেই আজ্ঞা ?” যিশু তাহাকে বলিলেন, “নরহত্য ব্যভিচার এবং চুরি করিও না, মিথ্য। সাক্ষ্য দিও না, পিতা মাতাকে সম্মান কর এবং প্রতিবাসীকে আত্মবৎ প্রীতি কর । " সে কহিল, “এ সমস্তই আমি পালন করিয়া থাকি, আর কি অবশিষ্ট আছে তাছাই বলুন। প্রতিবাসীর অর্থ কি ? কাহাকে আমি প্রতিবাসী বলিয়া বুকিব ? " যিশু তাহাকে প্রীতির সহিত বলিলেন, " কোন ব্যক্তি জেরুশালম হইতে জেরিকে যাইবার কালে পথিমধ্যে দস্থ্যকর্তৃক সৰ্ব্বস্বাত্ত এবং সাহত হইয়া মৃতবৎ পড়িয়া থাকে। অল্প ক্ষণ পরে জনৈক য়িহুদী পুরোহিত তথায় আসিলেন এবং উহাকে তদবস্থায় দেখিয়৷ অন্য পথে চলিয়া গেলেন। এক জন অধ্যাপকও ভক্রপ আচরণ করিলেন। পরিশেষে এক সামেরিটান লোক সেখানে আসিয়া দয়ার সহিত উহার শুশ্রুষা কৱিল এবং পান্থশালায় লইয়া গিয়া উহাকে যত্বপূর্বক রক্ষা করিল। পর