পাতা:ঈশাচরিতামৃত.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yo ঈশাচরিতামৃত । পাইব বল দেখি ?" যিশু বলিলেন, “তোমরা যে যে আমার অনুবর্তী হইয়াছ, নবজীবনে মনুষ্যপুত্র যখন গৌরবের সিংহাসনে বসিবেন, তখন তোমরাও দ্বাদশ জন দ্বাদশ সিংহাসনে বসিয়া ইস্রায়েলদিগের দ্বাদশ বংশের বিচার করিবে । আমার এবং বিধানের অনুরোধে যে কোন ব্যক্তি পিতা মাত ভ্রাত ভগ্নী স্ত্রীপুত্র গৃহ কিংবা ভূমি সম্পত্তি পরিত্যাগ করিয়াছে তাহার নিৰ্য্যাতনের সঙ্গে সঙ্গে তাহার শত গুণ লাভ করিবে এবং অনন্তজীবনের অধিকারী হইবে । কিন্তু অনেক অগ্রগামী পশ্চাতে পড়িয়া রহিবে এবং পশ্চাদগামীরা অগ্ৰে চলিয়। যাইবে । “স্বৰ্গরাজ্য এক জন গৃহস্থের ন্যায়। এক দিন তিনি প্রাতে উঠিয়া আপনার দ্রাক্ষাক্ষেত্রের জন্য কৃষক আম্বেষণ করিতে লাগিলেন। কয়েক ব্যক্তির সহিত এই কথা স্থির হইল যে তাহারা সমস্ত দিন কৰ্ম্ম করিয়া প্রত্যেকে এক এক সিকি পাইবে । এই অনুসারে তাহার কার্য্যে নিযুক্ত হইল । অার কয়েক জন লোক কাজ না পাইয়া অলসের ন্যায় বাজারের পথে যসিয়াছিল, বেল নয়টার সময় গৃহস্বামী তাহাদিগকেও দ্রাক্ষাক্ষেত্রে পঠাইয়া দিলেন এবং সমুচিত বেতন দানে অঙ্গীকার করিলেন। পুনরায় দ্বিতীয় প্রহর এবং অপরাহ্ন সময়ে আর কয়েক জনকে তিনি উক্ত কার্য্যে নিযুক্ত করেন। অনস্তর সন্ধ্য। উপস্থিত হইলে ক্ষেত্রপতি আপনার কৰ্ম্মচারী দ্বারা কৃষকদিগকে বেতন প্রদান করিতে লাগিলেন। যাহার। সকলের শেষে অপরাহ্নে কার্য্যে ব্ৰতী হইয়াছিল তাহারা প্রতিজনে এক লিকি করিয়া পাইল । ইহা দেখিয়া প্রথম নিয়োজিত ব্যক্তির মনে করিল, তবে আমরা অবশ্য অধিক পাইব । কিন্তু যখন সে আশায় বঞ্চিত হইল তখন বিরক্ত হইয় তাহার বলিতে লাগিল, “আমর সমস্ত দিন রৌদ্রে পরিশ্রম করিলাম, আর উহার এই এক ঘন্ট আসিয়াছে মাত্র, উভয়ের প্রাপ্য কি সমান হইল ? গৃহ স্বামী বলিলেন, ওহে মিত্ৰ ! আমি কিছু অন্যায় আচরণ করিতেছি না । তোমরা কি এক এক সিকিতে স্বীকৃত হও নাই ? অতএব আপনার প্রাপ্য গণ্ড লইয়া চলিয়া যাও । শেষে যাহার। আসিয়াছে তাহাদিগকেও আমি তোমাদের সমান বেতন দিব । নিজস্ব ধন ইচ্ছামত ব্যয় করা কি আমার