পাতা:ঈশাচরিতামৃত.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{发 ঈশাচরিতামৃত। জর্থে এখানে পৃথিবীর পরিত্যক্ত ঈশ্বরের দীনহীন মনোনীত সেবকদল । যে জাতির হস্তে স্বৰ্গরাজ্যের ভার অপিত হইবার কথা যিশু বলিলেন তাহার। জেণ্টাইল, কেন না দিল্লীর প্রাগুক্ত বিশ্বাসঘাতক কৃষকদলের ন্যায় বার বার আপনাদের প্রভুর অবমাননা করিয়া অবিশ্বাসী এবং অধিকারচু্যত श्ञांझिल । এই গল্প শুনিয়া ধৰ্ম্মযাজকগণ বুঝিতে পারিল যে যিশু তাহাদিগকে লক্ষ্য করিয়াই উহা বলিলেন। তখন পুনরায় উহার তাহাকে ধরিবার চেষ্টা করিল, কিন্তু যিশুর পক্ষে অনেক লোক আছে মনে করিয়া ভীত হইল । তথাপি আপনাদের অসদভিসন্ধি সাধনে ভগ্নোদ্যম হইতেছে না। গৃহে প্রত্যাগমনপূর্বক আপনাদের এবং হেরোদের কতিপয় অনুচরকে অন্য এক বেশে তৎসরিধানে পাঠাইয়। দিল । তাহার। আসিয়া ছলপূৰ্ব্বক বিনয় বচনে বলিতে লাগিল, “মহাশয়, আমরা জানি আপনি এক জন যথার্থ ব্যক্তি, সত্যরূপে আপনি ঈশ্বরের পথ সকলকে বলিয়া দেন, কোন ব্যক্তি বিশেষের মুখাপেক্ষা করেন না । আচ্ছ। এ বিষয়ে আপনি কি বিবেচনা করেন বলুন দেখি। সম্রাট সিজারকে রাজস্ব দেওয়া বিধিসঙ্গত কি না ?” যিশু তাহাঁদের প্রভারণার কৌশল বুঝিয়া কহিলেন, “হে কপটীসকল, কেন আমাকে পরীক্ষা করিতে আসিয়াছ ? আচ্ছ, তোমাদের প্রচলিত মুদ্রা একটি আনয়ন কর, আমি দেখিব। মুদ্রা আনীত হইলে যিশু বলিলেন, "ইহার উপর কাহার মূৰ্ত্তি রহিয়াছে।” বঞ্চকের বলিল, “ইহা সিজারের মূৰ্ত্তি ।” তখন যিশু বলিলেন, “যাহা সিজারের তাহ সিজারকে দাও, এবং যাহা ঈশ্বরের ডাহা ঈশ্বরকে অর্পণ কর।” এ কথা শুনিয়া তাহার। অবাকৃ হইয়া চলিয়া গেল। যিশু ইতিপূর্কে আপনাকে কি না মসি বলিয়। সৰ্ব্বসমক্ষে ঘোষণা করিয়াছেন, এইজন্য উহারা মনে করিয়াছিল যে তৰে ইনি নিশ্চয়ই রোমীয় রাজবিধির বিরুদ্ধ কথা বলিবেন। একবার কোন ছল কৌশলে যদি ধৰ্ম্ম কিংবা রাজবিদ্রোহস্বচক একটা কথা তাহার মুখ হইতে উহার বাহির করিয়া লইতে পারে, তাহা হইলে অমনি তৎক্ষণাৎ তাহাকে ধরিয়া রাজবিচারে সমর্পণ করিবে। কিন্তু যিশু তাহাদের মায়াজালে সহজে কেন পড়িবেন ? তিনি চাহেন বিশ্বাসের ভূমিতে প্রেমের নিয়মে স্বৰ্গরাজ্য স্থাপন