পাতা:ঈশাচরিতামৃত.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশাচরিতামৃত। (సి কুশহড করবে। কিন্তু তাহ হইলেই পাপের ভর পূর্ণ হইরে। এ কাল পৰ্য্যন্ত তোমরা যে সমস্ত ধৰ্ম্মাত্মাকে বধ করিয়াছ উহাদের শোণিতের প্রবাহ তোমাদের মন্তকে জাসিন্ধ পড়িৰে ] এই বর্তমান বংশের উপরেই তাহার ফল ফলিবে। হায় জেরুশালম ! হায় জেরুশালম কত সাধু মহাজনেরই প্রাণ তুমি সংহার করিয়াছ। কুকুট যেমন আপনার শাবকদিগকে স্বীয় পক্ষপুটে ঢাকিয়া র খিতে চায়, কত বার হায় ! আমি তেমনি করিয়া তোমার সস্তানগণকে একত্র করিতে চেষ্টা করিলাম, কিন্তু তুমি তাহাতে সক্ষত হইলে না। দেখ, তোমার আবাস স্থান এখন উৎসর্দশ প্রাপ্ত হইতে চলিল। আমি বলিতেছি, যে পৰ্য্যন্ত তুমি এ কথা স্বীকার না করিবে যে, যিনি ঈশ্বরের নামে আসিতেছেন তিনি ধন্য, তত দিন পৰ্য্যস্ত আর আমার সঙ্গে তোমার সাক্ষাৎ হুইবে না। ” কি গভীর মনোদুঃখ হইতেই যিশুর মুখ দিয়া এ সকল কথা বাহির হইয়াছিল। যদিও সাধুঘাতক ধৰ্ম্মযাজকদিগকে অনেক কঠোর কথা তিনি বলিলেন, কিন্তু স্বদেশস্থ লোকদিগকে যে তিনি মায়ের মত ভাল বাসিতেন তাহা আর এ খানে অপ্রকাশ রহিল না । তুরস্তু সস্তানকে মাত ভৎসন! তাড়না করিয়া পরে আবার তজ্জন্য যেমন রোদন করে, যিশু সেই ভাবে সকলকে তিরস্থার করিয়া শেষ কঁদিতে লাগিলেন । মাতৃভূমি এবং : স্বজাতির প্রতি এমন প্রগাঢ় স্নেহ বাৎসল্য আর কে পোষণ করিতে পারে ? মানবসম্ভানদিগকে এমন করিয়া বক্ষস্থলে যত্বপূর্বক আর কে স্থান দিতে ব্যাকুল হয় ? যাহার প্রেমার্ক্স হৃদয় পথের বালকদিগকে আলিঙ্গন করিয়া সুখী হইত, মাতৃভূমি ও স্বজাতির দুঃখ দুৰ্গতি দেখিয়া যাহার প্রাণ নিয়ত ক্ৰন্দন করিত, তিনি ভিন্ন জার এ ভাবে কে কাহাকে তিরস্কার করিতে পারে ? জ্যেষ্ঠ ভ্রাতার ন্যায় তিনি এখনও মানবপরিবারের প্রত্যেক অপরাধী কনিষ্ঠ ভ্রাতাকে ভৎসনা করিতেছেন । অত্যন্ত ভাল বাসিতেন বলি স্নাই এত অনুষোগ করিলেন । এ সময় তিনি যে ধৰ্ম্মোৎসাহ এবং প্রেমোস্মত্ততার শেষ সীমার উপনীত হইয়াছিলেন তাহ একটু চিন্তা করিলেই বুঝিতে পারা যায়। স্বর্গের ছবি যে পরিমাণে সমুজ্জ্বল হইয়া বিশ্বাসচক্ষে প্রতিভাত হইতে লাগিল, সেই পরিমাণে পৃথিবী পাপান্ধকারে