পাতা:ঈশাচরিতামৃত.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

じペ6" ঈশাচরিতামৃত । পারি না। শাখা পল্লব মূলদেশ হইতে কেবল রস আকর্ষণ করে, কিন্তু সাক্ষাৎলমন্ধে স্বর্ঘ্যরশ্মি এবং মুক্ত বায়ু না পাইলে তাহার তেজস্বান এবং ফলবান হয় না । প্রেত্যেক ধৰ্ম্মপ্রচারক তেমনি প্রত্যক্ষরূপে পবিত্ৰাত্ম। কর্তৃক অভিষিক্ত না হইলে গুরুমন্ত্রের অর্থ বুঝিতে পারে না। কিন্তু মূলের সহিত যোগ কাটিয়া গেলে শাখা যে নিষ্ফল এবং শুষ্ক হইয়া যায় ইহ। ঈশ্বরের প্রত্যক্ষ বিধান । যোগ ব্যতীত তাহার লীলা সম্পন্ন হয় না। বিধানবহির্ভূত প্রদেশেরও এই নিয়ম । তদনন্তর যিশু বলিতে লাগিলেন, “পিতা যেমন আমাকে ভাল বাসিয়াছিলেন আমিও তেমনি তোমাদিগকে ভাল বালিয়াছি। ভোমরা আমার প্রেমেতে চিরকাল স্থিতি কর। আমি যেমন পিতৃ আজ্ঞা পালন দ্বার। র্তাহার প্রেমে স্থিতি করি, তেমনি আমার উপদেশ যদি তোমরা রক্ষণ কর, তবে তোমরা আমার প্রেমে স্থিতি করিবে । আমার শাস্তি আননা তোমাদের ভিতরে বর্তমান থাকিয়া তোমাদের আনন্দকে পরিপূর্ণ করিবে এই জন্য আমি এই সকল বিষয় তোমাদিগকে বলিলাম। ইহাই আমার উপদেশ, যে যেমন আমি তোমাদিগকে ভাল বাসিয়াছি, তেমনি ভোমরাও পরস্পর প্রীতিবন্ধনে সম্বদ্ধ থাকিবে। বন্ধুদিগের জন্য প্রাণ দেওয়ার মত আর প্রেমের অধিক দৃষ্টাস্ত হইতে পারে না। আমার আদেশ যদি তোমরা পালন কর, তাহা হইলে তোমরা আমার বন্ধু হইলে । এখন হইতে আমি আর তোমাদিগকে ভূত্য বলিয়া ডাকিব না, কারণ ভূত্য কিছুই জানে না তাহার প্রভু কি করে না করে। বন্ধু বলিয়া আমি তোমাদিগকে সম্বোধন করিব, কেন না অামি যাহা কিছু পিতার নিকট শুনিয়াছি সে সমস্ত ভোমাদিগকে অবগত করিয়াছি। ভোমরা আমাকে মনোনীত কর নাই, আমিই caম সিং: এই জন্য মনোনীত করিয়া স্ব স্ব পদে অভিষিক্ত করিয়াছি যে তোমরা ফলবান হইবে। যদি পৃথিবী তোমাদিগকে ঘৃণা করে, তষে ইহ জানিবে ষে সে তাহার আগে আমাকে স্থণা করিয়াছে। তোমরা যদি পৃথিবীর হইতে, তাহা হইলে সে তোমাদিগকে ভাল বাসিত, তাহার নহ, এই কারণে সে তোমাদিগকে ঘৃণা করে। প্ৰভু অপেক্ষ ভূত্য শ্রেষ্ঠ নহে, এ কথা স্মরণে রাখিবে। পৃথিবীর লোকে যদি আমাকে নির্ধ্যাতন