পাতা:ঈশাচরিতামৃত.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশাচরিতামৃত। b。 কথাবার্তা কহিতে কহিতে ক্রমে রজনী গভীর হইত্তে লাগিল, বিপদাৰ স্ককারও ক্রমে যিশুর হৃদয় আকাশকে আচ্ছন্ন করিয়া ফেলিল। বন্ধু বিচ্ছেদের কথা যত স্মরণ হইতেছে, স্নেহ প্রীতির কথা যত আলোচনা করিতেছেন, আহা! অন্তরের প্রেমারি ততই যেন ধুধু করিয়া জলিয়া উঠিতেছে। ঘামিনী নিস্তষ্ক, সকলেই নিদ্রায় অচৈতন্য, কেবল শত্ৰুপক্ষ মহাযাজকের গৃহে অন্ত্রধারী পদাতিকগণে পরিবেষ্টিত হইয়া নানাবিধ কুপরামর্শ করিতেছে, আর অন্য দিকে দুঃখী অসহায় শিষ্যগণের সঙ্গে যিশু ভীষণ ভবিষ্যতের করাল মূৰ্ত্তি দর্শন করত গভীর শোকে নিমগ্ন হইতেছেন। কি দুঃখের অবস্থা ! শিষ্যের যদিও নিগুণ অবোধ, কিন্তু তাহারাই যিশুর সর্বস্ব ধন, প্রাণসম প্রিয়, এবং জগতের ভাবী আশা । তিনি যে চক্ষে তাহাদিগকে দেখিতেন সে চক্ষু তোমার আমার নাই । শেষ কথা যাহা বলিবার ছিল তাহ বলিয়৷ উৰ্দ্দনেত্রে কৃতাঞ্জলি পুটে এইরূপে প্রার্থনা করিতে লাগিলেন, যে “হে পিতঃ ! সময়তে নিকটবর্তী, এক্ষণে পুত্রের মহিমা প্রকাশ করিয়া তুমি আপনি মহিমান্বিত হও । তুমি তাহাকে এই ক্ষমতা দিয়াছিলে যে তোমার আনীত যত লোক সকলকেই সে অনস্তজীবন দান করিবে। তুমি একমাত্র সত্য ঈশ্বর, এবং যিশু খ্ৰীষ্ট তোমার প্রেরিত, ইহা অবগত হওয়াই অনন্তজীবন । পৃথিবীতে আমি তোমার গৌরব ঘোষণা করিলাম এবং যে কাৰ্য্যভার আমাকে তুমি দিয়াছিলে তাহাও সম্পাদন করিলাম। এক্ষণে হে পিতঃ ! স্বাক্টর পূৰ্ব্বে ভূমি আমাকে যে গৌরবে রাখিয়াছিলে ভদ্বারা আমাকে গৌরবান্বিত কর। তুমি যাহাদিগকে আমার হস্তে দিয়াছিলে তাহাদের নিকট তব নাম প্রচার করিয়াছি, তাহার তোমার কথা রক্ষণ করিয়াছে। আমাকে তুমি যাহা যাহা দিয়াছিলে তাহ যে তোমার ইহা তাহারা বুকিয়াছে। আমার কথা তোমার কথা এবং আমি তোমার প্রেরিত ইহা তাহারা বিশ্বাস করিয়াছে। তাহাদেরই জন্য এখন আমি তোমার নিকট প্রার্থন। করিতেছি, কারণ তাহার তোমারই । যাহা কিছু আমার তাহ তোমার এবং যাহা কিছু তোমার তাহা আমার। তাহাদিগেতে আমি গৌরবাৰিত 》 R