পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৯ আরাশ শুনি মৃঢ় গিয়ে নাম .বির হইল গাছে রায় জাম। শুকায়ে সকল শাখা ঝড়ে খৈল ভাঙ্গা। কালরূপ ঘুচে তার হইয়াছে রাঙ্গ। নারিকেল শুকাইল হয়ে জলহারা। . বেতাল হইয়া তাল শাসে যায় মারা ; কোষেতে ধরেছে দোষ জল না পাইয়া। কঁঠাল হইল জ্যেঠা এ চড়ে পাকিয়া ॥ জল বিনা মধুহীন হলো মধুফল। দে জল দে জল বাবা দে জল দে জল ৷ জলদে জলদে বাবা জলদেরে বল। দে জল দে জল বাবা দে জল দে জল ৷ হইলে মধ্যাহূকাল কি প্রমাদ ঘটে। জীবন শুকতে থাকে কলেবর-ঘটে। ছট ফট লুটপুট এ পাশ ও পাশ। আষ্ট ঢাক্ট করে থাই পাথর বাতাস। পাথার পবনে প্রাণ কত যায় রাখা । * বোধ হয় সে বাতাসে হুতাশনমাথ ৷ নিদারুণ নিদাঘেতে নাহি পরিত্রাণ । জগতের প্রাণ নাশ জগতের প্রাণ ৷ অনিল করিছে বুষ্টি প্রবল অনল । দে জল দে জল শবা দে জল দে জল ? জলদে জলদে বাবা জলদেরে বল । দে জল দে জল বাবা দে জল দে জল ৷ উপরে চাহিয়া দেখ পার্থী কি প্রকার। শাখার উপরে করে পাখার প্রতার ॥ কাতর হইয়া কত কঁাদিতেছে দুখে। অবিরত হ৷ জল যে জল বলে মুখে ॥ ক্ষণমাত্র নীচু পানে নাছি চায় ফিরি। উৰ্দ্ধমুখে ডেকে ডেকে গলা গেল চিরে। তৰু মন নাহি ই সদয় হৃদয়। খেয়েছে কারে মাথা নীয় নি। শিপা আৰু বা চার লে। জেল ো ো েজল দে জল।

    • - * : , or #' :پاه ت | r

জলদে জলদে বাবা জলদেরে বল। • দে জল দে জল বাবা জে জল দে জল। তাহার প্রহার সম নাহি রোচে কিছু। দাতে কেটে, খুকবে ফেলিয়া দিই নিচু । পাত পেতে ভাত খেতে বিষ বোধ হয়। ডাল ঝোল যাহা মাখি কিছু ভাল নয়। সুধু মাত্র, বেছে খাই অম্বলেব মাছ। নিকটে না আনি আর কম্বলের গাছ । ক্ষে বল অম্বল রস সম্বল করিয়া । • পেটের ধস্বল পাড়ি টম্বল ধরিয়া । তবু পোড়া দেহ মম না হয় শীতল দে জল দে জল বাবা দে জল দে জল । জলদে জলদে বাবা জলদর্বেল l দে জল দে জল বাব দে জল দে জল ৷ গ্রীষ্ম কবে বিশ্বনাশ দুষ্ঠ ভয়ঙ্কর। স্বষ্টি আর নাহি তয় দৃষ্টির গোচর ॥ শার্থী পরে আ খি মুদে অাছে পার্থী সব। চরে আর নাতি চরে নাহি কলরব ৷ কোকিল কাতর হয়ে কাননে ভ্ৰমিছে । ডেকে ডেকে হেঁকে হেঁকে গলা ভাঙ্গিতেছে। বিরল বিপিন-মাঝে সার করি গাছ। • ধাৰ্ম্মিক হইয়া বক নাহি ছোয় মাছ। কৃতল ফুড়িয়া তাপ পোড়ায় নিতল । দে জল দে জল বাবা দে জল দে জল । জলদে জলদে বাবা জলদেরে বল । দে জল দে জল বাবা দে জল দে জল ॥ ভাবি মনে স্নিগ্ধ হব, সরোবরে নেয়ে। পুকুরে ফুকুরে ক্লাদি জল নাহি পেয়ে ॥ স জল ঘনল জ্বলে গুড়ে হই থাক। ডুব দিয়ে ভূত সাজি গাৱে মেখে পাক । কত জল খাই তার নাহি পরিমাণ। . . ডাগর হইল পেট সাগর সমান ॥ । বোতলের ছিপি খুলে যদি খাই সোদা। তার তার বোলাগে মুখ হয় ক্টো। עלי s"ץ ב'" : . :tיו , ז: r: ; ? , יו ! + - t r - 4. -