পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী । 飘 চতুৰ্ব্বিধ প্রাণীচয়, क्ल४ श्ब्र (धन ज्ञ१, ধেন হয় শস্যের সঞ্চার । " কৃপকর নাম ধর, কৃপা কর কৃপাকর, প্ৰণিপাত চরণে তোমার ॥ আর এক ভিক্ষা চাই, দয়া করে দিলে তাই, কিছুই তো চাহিব না আর । অহঙ্কার ঘেীর ভীষ্ম, মানবের মনে গ্রাম্ম, শান্তি-জলে করহ সংহার ॥ এই শান্তি-জল দিয়া, দেখাও কৃপার ক্রিয়া, বিদ্ৰোহ-অনল করি নাশ । , বিপদ বিনাশ হোক, রাজা প্রজা সুখে রোক, এই মাত্র মনে অভিলাষ । ur— বর্ষার সঞ্চার । કૃમિ পুর বায়ু, টুটিল গ্রীষ্মের আয়ু, ফুটিল কদম্ব-কলিগণ । ববিধে জলদ জল, হরিষে ভেকের দল, করিছে সঙ্গীত অনুক্ষণ ॥ তরুণ-বয়স-কালে, অরুণ জলদজালে, • বরণ সক্তি ত করে রণ । প্রভাতে সমর-রঙ্গ, প্রভাতে ভামুর অঙ্গ, শোভাতে না হয় নিরীক্ষণ ৷ লিন দিবসকান্ত, মলিন বিরল কান্ত, অলীন ভ্রমর তার কোলে । 张 钵 帐 举例 নবিড় নীরদকগ, কি শোভা না যায় বল, অমলা কালিন্দী রঙ্গময়। নে মনে এই গণি, গ্লাসিবারে দিনমণি, ওই কালনাগিনী উদয় ॥ রধার ঘোর রিষে, নীরদ ভুজঙ্গ বিষে, . ভাস্কর নিকর নিঃকর। স্ম-সুছিাদিত যেন, প্রক্সল অনল হেন, झांजि ग्रंङॉरङङ्गं निनदै ॥ সাজোয়াল সমীরণ, ১৯৫ অতঃপর ঘোরতর, নীরধর আড়ম্বর, শূন্তপর করে অতিশয়। চার চারু সমুদিত, গুরু গুর গরঞ্জিত, জুলু ঢুরু কম্পিত হৃদয়। বহিতেছে সমীরণ, করিতেছে ঘোর রণ, নিদtঘ বরষ । সহকার । স সন স্বরে গাজে, ঝন ঝন্‌ মাঝে মাঝে, শব্দ করে স্তব্ধ ত্রিসংসার ॥ চক্‌মক্‌ চিকিমিকি, ধক্ ধৰ্ব্ব ধিকি পিকি, সুচঞ্চল চপলার মালা । ঝম্ ঝম্ হয় জল, ধরাতল সুশীতল, ঘুচে গেল সস্তাপের জাল, একবারে পড়ে ধারা,কিবা শো স্থা পায় তারা, তারা যেন পড়িছে খসিয়া । পুলকে চাতকদল, পান করে ধারা-জল, গান করে রসিয়া রসিয়া ৷ বর্ষার অভিষেক । নীরদ দ্বিরদরব, আরোহিয়৷ তদুপর, ঋতুবর বরযার জাক । o গুড়, গুড়, গুম্‌ গুম্‌, গুড়, গুড় ম্ গুম্‌, বাজিতেছে রণ-জয়ঢ়াক ॥ ওই কলে ফর ফর, গতি অতি খরতর, দামিনীর উড়িছে পতাকা । প্রজারূপে তরুঢ়য়, প্রণত হইয়া রয়, দিয়া কর ফল পাকা পাকা । যদি কেহ তুষ্ট হয়, নিদাঘের পক্ষে রয়, নীতেfয়ানী নষ্টামীতে ভরা। কাণ ধরি সেইক্ষণ, লুটাইয় দেয় তীরে ধবা ॥ মণ্ডল কাটাল ভার, পেয়েছেন বড় পায়া, হেঁড়ে পাগ তুড়ি সুবিখ্যাত । ফলের পিতৃব্য বুড়, তালা রসিকের চুড়, ঘরে ঘরে সবে অাছে জ্ঞাত্ত ॥