পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

kr (9 , G ঘে জন স্বজন হয়, চক্র-মাঝে নাছি রং, দণ্ডের নিকটে করে বাস । স্বওঁী সেই কভু নয়, সুখী হর অতিশয়, দণ্ডী তার দণ্ড করে নাশ | শুন জীব সবিশেষ, লয়ে কার উপদেশ, ত্যজিয়াছ আত্ম-অনুরোধ ? সংসার-জাতীর যায়, যাতনায় প্রাণ যায়, • নাহি তার কিছুমাত্র বোধ ? চক্রে আর কেন রও, আছ জীব শিব হ3, মুখে লও দণ্ডীর আশ্রয়। স্থিয়ভাবে এই দণ্ড, সার কর এই দণ্ড, নাহি রবে কালদও ভয় | t সংসার-সমুদ্র। যেমন ধীবরগণ, করি কর প্রসায়ণ, ফেলে জাল সরোবর জলে । বত মীন দিয়া ঝম্প, তার মাঝে মারে লম্ফ তারা সব বদ্ধ হয় কলে ৷ ধীৰয় তাদের ধরি, তখন বিনাশ করি, • * পূর্ণ করে আপনার আশা। ছিল মূৰ্ত্তি মনোহর, জল ছেড়ে জলচর, পেটের ভিতরে পান বাস ॥ যে মীন সন্মুখ দিয়া, নতভাবে লয় গিয়, A জালিকের চরণ শরণ ! মুক্ত হয় অনায়াসে, যুক্ত নয় জালফাসে, .* আর তার না হয় মরণ ॥ সেইরূপ বিশ্বপাল, পেতেছেন মায়াজাল, ভীম ভব-জলনিধিজলে। পাতত্ত্ব-পরিহত, প্রমত্ত মানব যত, 聯 তার মাঝে নৃত্য করে বলে । সেই জীৰ সমুদয়, জালপাশে ধৃত হয়, স্থিত নয় ক্ষণকাল সুখে । দুঃখ সয় অতিশয়, ভ্ৰমে করি ক{লক্ষয়, নীত হয় মরণের মুখে ॥ কদম্ব-কুসুম অনু, অতএব শুন জীব, মায়াজাল মুক্ত হও, ي مي ه به

, , , § * !معاً শুর গ্রন্থা | vঈশ্বরচঞ্জ গুপ্তের গ্রন্থাবলী

যে জন মুজন হয়, ৰিঙ্কুর শরণ লয়, দুগ্ধ তীয় নাহি হয় জালে। " পুলকে পূরিত তনু, মুখী সেই ইচু পরকালে । প্রাপ্ত হবে নিজ শিব, হইবে জশিব সব গত । সত্যের আশ্রয় লও, ঈশ্বরের হও পদানত । ংসার-কানন । দেখ রে অবোধ জীব, কাল বয়ে যায়। ংসার-অরণ্যে আসি, কি করিলে হায়! কি দেখিলে কি শুনিলে, কি ভাবিলে সার । কি ফল পাইলে বল, ভ্ৰমিয়া সংসার ? বনের প্রথম ভাগ, দেখিতে সুনীর। শৈশব-সময় নামে, খ্যাত চরাচর । নাহিক জঞ্জালজাল কণ্টক কামনা . পথিক না পায় তাহে বিশেষ যাতন | নব নব তরু চার পূর্ণ ফুল-ফলে। মন-মধুকর গুঞ্জে, প্রতি দলে দলে৷ পরিস্কৃত প্রমোদিত, স্বভাব-সদন। মধুময়িকার বেড়া মোহনীয় বন ॥ " ষোল বিধ। পরিমিত, ভূমির অন্তরে। , শোভনীয় যৌবনের বন শোভা করে। মন্দ মন্দ বহে গন্ধ, মকরনদভরা । সৌরভে মাতিয়া ধায়, মানস-ভ্রমরা ॥ উড়ে গিয়া বসে কাম-কণ্টক-কাননে। ফুটেছে কেতকী যথা মুহাস্য আননে ॥ . মদে মত্ত মধুকর না জানি বিশেষ । লুব্ধ হেতু ক্ষুব্ধ হয়ে পায় বহু ক্লেশ । কলঙ্ক-কণ্টকশ্রেণী অতি তীক্ষকর। মুগ্ধ মধুচোর-অঙ্গ করে জর জর। তথাপি আসক্ত অলি, দুষ্ট ক্ষুধাভরে। সরম ভরম ভয় সব তুচ্ছ করে । ,