পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"v vঈশ্বরচঞ্জ গুপ্তের গ্রন্থাবলী । هج { সৎসঙ্গ । , জ্ঞান উপদেশ মাত্রে পাপ নাহি যায়। অসন্তের अठ्ठ नग्न, বসতের বিধি । তবে যায় যদি পায়, সার অভিপ্রায় । , কাচ সছ বাস করি, নীচ হয় নিধি ৷ করেছ যে সব দোষ, মনে বাহা আছে । বসত-বিধাম সদ, সতের সহিত । স্বীকার করিবে সব, ঈশ্বরের কাছে ॥ হয় তায় সমুদয়, অহিত রহিত । বিমল হইবে তায়, মানসের পুর। হিতাহিত সদসৎ সঙ্গের অধীন। পাপ তাপ যত আছে, সব হবে দূর । অসতের সঙ্গগুণে সাধ্য হয় হীন ॥; যে প্রকার বিলোকনে, বৈস্কেল্প ৰঙ্গন। অতি হীন কীট যদি, ফুলে স্থান পায়। কখনই নাহি হয় র্যাধি-বিমোচন ॥ অনায়াসে স্থান পার, দেবতার পায় ॥ তবে হয় রোগীর রোগের নিবারণ। পিপীড়ার বাস হলে, বেলের পাতায় । ৰত্ন করি মদি করে ইনপ-সেবন। \ নাচির বেড়ায় ঘরে, শিবের মাথায় ॥ অতএব ভাব জীব কিসে হবে হিত শারী শুক পড়ে যদি, মানুষের স্থলে। বাধিব বিনাশ হেতু, বিশেষ বিহিত । রসন পবিত্র করি, রাধাকৃষ্ণ বলে। জ্ঞানরূপ ঔষধ করিলে ব্যবহার । ! 4 { গণ তাপ রোগ গে দিব না আর | গুরু । শাস্ত্রপাঠ । গুরু গুরু গুরু গুরু, সকলেই কয় । গুরু রব গুরু বটে, ফলে গুরু নয় ॥ গুণে গুরুলঘু হয়, গুণে গুরু গুরু। বিচারেতে গুরু লঘু, হয় লঘু গুরু। * শিষ্যের সম্পদ ছলে যে করে হরণ। গুরু বলে কিসে তারে, করিব বরণ ? (l শিষ্যের সন্তাপ যত, যে হরিতে পারে । রূপ ও গুণ ।

  • दतr:7a や「び o গুরুবোধে গুরু বলে; পূজা করি তারে । এ জগতে সুনার; যাহা হয় ।

গুণ না থাকিলে তার, কিছু কিছু নয় ॥ লও তুমি যত পার শাস্ত্রের সন্ধান । হও তুমি পৃথিবীর, পণ্ডিত প্রধান । ঈশ্বরের প্রতি যদি, প্রেম নাহি রয়। যত পড়, যত শুন, কিছু কিছু নয় ॥ গুণী । সুবর্ণসুবর্ণ জিনি, চম্পকের ফুল । স্বভাবে অবোধ অতি, গুণ নাই যার ॥ সুদল সুবাসে করে অন্তর আকুল ৷ তার কাছে কোথা আছে, গুণের বিচার ? কিন্তু এই দোষ বড়, মধু নাই তার। যে জন আপনি গুণী গুণ সেই জানে। এই হেতু অলি তাহে, করে ন৷ বিহার ॥ দেখিয়া গুণীর গুণ, গুরু বলে মানে । R. বাজারে পড়িয়ে থাকে, অমূল্য রতন। .ബচলে যায় চাষ তায়, করিয়া দলন৷ জ্ঞানী । রত্নব্যবসায়ী যেই সেই চিনে হীরে। আপনারে জ্ঞানী বলে, দিতে পরিচয় । যতনে রতন তুলি, রাখে বুক চিরে। সে বড় সহজ নয়, শক্ত অতিশয় । ,