পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

{ r * >\< * 4, - ! శా "నాగా, * * * . শীর অনিত্য। । औदन खैौदनदिश् छ्ॉबैौ कजू मग्न । নিশ্বাসে বিশ্বাস নাই কখন কি হয় ৷ পাতিয়া ৰিষম জাল, বুথ মুখে হর কাল, শরীর পেয়েছ ডাল, ব্যাধির আলয়। অনিত্য দেহের আশা, কেৰল ভূতেশ বাস, যে সাশায় ভবে আসা, তাহে হও লয় | * জীবন জীবনবিশ্ব স্থায়ী কভু নয়। দেহ গেছ নবদ্বার, তিন স্থান শূন্ত তার, স্বাহে কর অধিকার পুরস্কার নয় ॥ বুঝিরা নিগৃঢ় মৰ্ম্ম, নীতিমত কর কৰ্ম্ম, পরে আছে ধৰ্ম্মাধৰ্ম্ম পরীক্ষার ভয়। জীবন জীবনবিশ্ব স্থায়ী কভু নয় । আমি আমি অহঙ্কার, ফলিতাৰ্থ আমি কার, কহ দেখি আপনার সত্য পরিচয় ? মুদিলে যুগল অখি, সকল হইবে ফাঁকি, তুমি আমি এই বাক্য, কেবা আর কয় । জীবন জীবনবিশ্ব স্থায়ী কভু নয়। তোমার যে,কলেবর, কেবল কলের ঘর,

  • দৃশ্য বটে মনোহর পঞ্চভূতময়। মখন টুটিবে কল, ছুটিবে সকল বল,

সুখদল হতবল, দুঃখের উদয় । জীবন জীবনৰিস্ব স্থায়ী কভু নয়। নিয়ত তোমার ঘরে, গোপনেতে, বাস করে, বিষম বিক্রম করে পাপ রিপু ছয় ভ্রম-নিন্ত্রা পরিহর, জ্ঞান অস্ত্র করে ধর, রিপুদলে বশ কর মন মহাপুয়ণ জীবন জীবনবিশ্ব স্থায়ী কভু নয়। অনিত্য ভৌতিক দেহ, কীর প্রতি কর স্নেহ,

  • এক ভিন্ন আর কেহ আপমার নয় । যদবধি থাকে কায়, জ্ঞান নেত্রে দেথ মায়া,

ত্যজিয় তাহার ছায়া ছাড় ভ্রমচয় । জীবন জীবনবিস্ব স্থায়ী কভু নয় ॥ দায় পুত্র পরিবার, আমি মুখে আমি বই, ক্ষধিতা জানি কই, अभि शनि भांत्रि महे, मिथा जबूतब ।। বল তবে কেবীকার, মোহযুক্ত এসংসার ফক্টিকারময় । জীবন জীবনবিম্ব স্থায়ী কছু নয় ॥ দ্বেষ হিংসা পরিহর, বিবেকের সঙ্গ ধর, সকলের প্রতি কর, সরল প্রণয়। রসনারে কল্প বশ, , বিস্তুগুণামৃত রস, পান করি লভ যশ হবে কালজয় । জীবন জীবনবিশ্ব স্থায়ী কভু নয়। দয়া ধৰ্ম্ম উপকার, কর নিজ অলঙ্কার, গলে পয় চাকুহীর বিশেষ বিনয় । মিছা ধন উপার্জন, ভবে ভাব নিত্যধন, স্মরণ করহ মন মরন নিশ্চয় । জীবন জীবনবিম্ব স্থায়ী কভু নয়। এক ভিন্ন নাহি মার, তিনি সংসারে সার, আযারূপে সবাকার হৃদয়ে উদয়। { জনিত্য ৰিষয় বিস্তু, মিত্যরূপে ভাব নিত্য, ভক্তিভরে ভজ চিত্ত নিত্য নিরাময় । জীবন-জীবনবিশ্ব স্থায়ী কন্তু নয় ॥ রোজসই | অহরহ অহঙ্কত কত গত হয় । এই অস্থ এই রহ লোকে এই কয়। রাত্রি দিন যুক্ত ভুক্ত কাল সমুদয় ॥ দিন রাত্ৰি আছি আমি মুখে পরিচয় ॥ দেখি বটে এই কাল ফলত অদৃঃ। সুখ দুখ ভেদে বলি, আপন অদৃষ্ট ॥ প্রপঞ্চ-শরীর পেয়ে, যত দিন রই। এই কাল এই আমি টু মাত্র কই ॥ নাহি জানি কেবা কেবা আমি কেবা হই। কন্তু ভাবি আমি আমি কভু আমি নই। বই করি স্থিতিকাল খুলে দেহ বই ভবের খাবায় শুধু করি ঢের সই। . \