পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢ २ vঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী। পতির রতির গতি যুবতী দেখিয়া। উপযোগে উপভোগে রত হয় গিয় ॥ সে রমণী ধৰ্ম্মপথে কভু নাহি রয়। বুড়ো হলে বিয়ে করা বিধি তাই নয় ॥ যদ্যপি বিবাহ কর কাম গুণ গেয়ে । গয়াসুরে মনে কর গয়া পানে চেয়ে ॥ একে ত রমণীজনে ন'ক্লিক বিশ্বাস । তাহে কেন ডেকে আন নিজ সৰ্ব্বনাশ । নারীর কর্তৃত্ব যদি হয় একবার। তবে কি সে কোনমতে রক্ষা রাখে আর ? ছল করি কুহকেতে কত খেলা খেলে। কোথা নারী সতী হয় বুড়ে পতি পেলে ? একে বুড়ে তাহে যদি ধন নাহি রয়। তবে আর কিছু তার বলিবার নয়। জরজর করে মেরে কটু বাক্যবাণ । নিয়ত গর্জন করে নাগিনী সমান ॥ বীপের বাড়ীতে থাকে স্বাধীনের প্রায় । ইচ্ছামতে মনোরথে যথা তথা যায় ॥ যার তার ঘরে করে ভোজন শয়ন । উপবনে গিয়া করে কুমুম চয়ন ॥ ঠীরে ঠোরে বলে চলে হেলিয়া হেলিয়া। স্বপুরুষ দেখে থাকে নয়ন মেলিযL॥ নূতন নুতন ভোগে নিত্য অভিলাষ। গরু যথা ইচ্ছা করে নব নব ঘাস ॥ আগে আগে ইটে আর পেছু পানে চায়। নথেতে মৃত্তিকা খুঁড়ি ধরণী লুটায়। বালকে চুম্বন করে তুলিয়া বগোল । আর কি অসতী নারী বাঙ্গাইবে ঢোল। ভাল মন্দ কুল শীল কিছুই না বাছে। সকলেই প্রিয় হয় যারে পায় কাছে ॥ * পুত্রের পর্যায় কেছ হইলে সুন্দর। সুরুপ যদ্যপি হয় নিজ সহোদর। দৃষ্টিমাত্রে রমণীর * * * হয়। ফুটিতে না পারে মুগে ‘লোবা' হয়ে রয় ॥ বাহিরে শীতলু করে নিরুপায় স্তলে। মনে মনে পুড়ে মরে মদন-অনলে ॥ " পুরুষের ইঙ্গিত পাইলে একবার। তখনি খুলিয় দেয় হৃদয়-ভ ওরি। জুজু করে রাখে তারে আর নাহি ছাড়ে। পেতিনী হইয় তার জেকে বসে ঘাড়ে। নারীর সতীত্ব রক্ষা যে কারণে হয় । তাহার কারণ হয় লজ্জা আর ভয় ॥ পিতার অধীনে থাকে বালিকা যখন। স্বামীর শাসনে থাকে হইলে যৌবন ॥ বুড়ো হলে সন্তানের অধীনেতে থাকে। সে সময়ে ধৈর্য্য ধরে পড়িয়ে বিপাকে ॥ মনোমত স্থান আর কোথায় না পায়। কাজে কাজে ধৰ্ম্ম রাখে হয়ে নিরুপীয় ॥ রমণী বৃতের ঘট পুরুষ অনল। " অতএব নারী রাখ করিয়া বিরল ॥ স্বরাচার্য শুক্রাচার্য এই দুই জনে। (t যে শাস্ত্রের উপদেশ বিখ্যাত ভুবনে ॥ সে শাস্কের জ্ঞানের কৌশল সমুদয় । নারীর মনেতে হয় স্বভাবে উদয় । কত ছল কত বল কত বুদ্ধি ধরে । সবদিকে পুরুযেরে জ্ঞানহীন করে ॥ " কি দেখে আপলা’ তার দিলে আভিধান । সবলা কে আছে আর নারীর সমান ? রমণীর স্থিতি নয় বিশ্বাসের স্থানে । যত পার তত তারে রাখ সাবধানে ॥ পৌষ-পার্বণ । সুখের শিশিরকাল, সুখে পূর্ণ ধরা। এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গভরা। ধমুর তমুর শেষ মকরের যোগ । সন্ধিক্ষণে তিন দিন মহা সুখভোগ ॥ মকরসংক্রান্তি-স্বানে জন্মে মহাফল । মকর মিতিন সই চল চল চল । f