পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vঈশ্বরচন্দ্র গুপ্তের গ্রন্থাবলী। as হও যদি সেই তুমি তুমি বটে সেই। ফলত তোমাতে আর সেই তুমি নেই। সেই মুখ,সেই চোখ, সেই অবয়ব। ' পুৰ্ব্বকার আকার রয়েছে বটে সব ॥ স্বরূপে স্বভাবে আছে সমুদয় ভাগ । আকৃতির অঙ্গে শুধু দেখি এক দাগ । এখন তোমায় প্রাণ দেখে মরি রেগে । সত্য করি বল প্রাণ কে দিয়েছে দেগে ? আছে সৰ্ব্ব পূৰ্ব্ববং আকার প্রকার। একমাত্র ভগবাস্তর হয়েছে তেfমার ॥ গেলে গেলে যাও যাও একেবারে গেলে । পুনরায় কেন প্রাণ দাগ হয়ে এলে ? বেঁধেছি মনের হাতে প্রতিজ্ঞার তাগা । করিয়াছি এই পণ পুষিব না দাগ ৷ এখন কি অন্ধকাবে জ্বলে আর আলো ? কড়াকড়ি ভালো নয় ছাড়াছাড়ি ভালো ॥ umuns : প্রীতিবিষয়ক প্রশ্নোত্তর । (21 বুলনা বলনা প্রাণ ললিত-নয়নি। নলিনী মলিনী কেন করে সে রজনী ? O উত্তর l যেরূপ স্বভাব যার সে চায় সে রূপ। শক্তির বিস্তার করে করিতে স্বরূপ ৷ তিমিরে ত্রিলোক পূর্ণ, পূর্ণ করে যেই। সুফুসে তমোরাশি দান করে সেই। - C2 || অবণা অসিতবর্ণ নিশা যদি করে। . তবে যে কুমুদী রাজে রজত-নিকরে * - ... प्लेख्द्र । - সময়েতে হয় যারে বন্ধু অমুকুল , "কি করিতে পারে তারে শক্র প্রতিকূল ? কুমুদ বান্ধব ইন্দু পূর্ণালোকময়। তিমিরারি আশ্রিত তিমিরে নাহি ভয় ॥ 2 || কোথা সেই ইন্দু-বন্ধু দিবা আগমনে। মুতি কুমুদী ছবি রবির কিযুণ। উত্তর । উপযুক্ত প্রতিযোগী মান যদি হরে। মানী তাহে মনে মনে ক্ষোভ নাহি করে। শশী, স্বৰ্য্যে ভেদ বহু, ভাবি মনে মনে। ” কুমুদী মুদিত হয়ে দুখ নাহি গণে ॥ 2 || কুমুদিনী, কমলিনী, নায়ক বিপক্ষ । এর মধ্যে বল দেখি শ্রেষ্ঠ কার য়ুথ্য ? উত্তর। শ্রেষ্ঠ গুণ তার, যার, স্বভাব সরল। সে নহে উত্তম যার হৃদয়ে গরল ॥ সুশীতল সুধাকর নায়ক-প্রধান । কৃষাণু পুরিত ভানু কৃতান্ত সমান। 2 || নলিনীনায়ক যদি, নায়ক অধম।. পদ্ম তবে কেন তারে ভাবে প্রিয়তম ? উত্তর। . সমানে সমানে যদি মিলন উপজে। উভয়ের মন তবে প্রেমরসে মজে ॥ লজ্জাহান কমলিনী পূর্ণ অহঙ্কারে। প্রচণ্ড মাৰ্ত্তও-কর ভাল লাগে তারে ॥ প্রশ্ন । নলিনীর বৃক্ষ নাই কিরূপে জানিলে। রূপ-গৰ্ব্বে গৰ্ব্বিত সে কিরূপে মানিলে । - উত্তর। মুখের ভঙ্গিম৷ দেখি মন জানা যায়। কে ভাল কে মদ লোক পরিচিত তায়। বিশেষ পদ্মিনী ফুটে প্রভাত-প্রহরে। পতি চক্ষে ধূলি দিয়া উপপতি করে। wo