পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& e কবিতাসংগ্রহ। এই বেলা পথ দেখ, বেলায় বেলায় ॥ ভূতে করে হাড় গুড়া, ঢেলায় ঢেলায় । জাননা কি যাবে প্রাণ, কালের ঠেলায় ? মুক্তি মুক্তি করি সদা, যত নারী নরে । কথায় বসায়ে হাট, কেনা বেচা করে ॥ কেহ বেচে, কূেহ কেনে, কেহ করে দান । সকলেই শুনিতেছে, কারো নাহি কাণ ॥ সকলেই দেখিতেছে, চক্ষু কারো নাই । কোথা যুক্তি, কোথা মুক্তি, ভাবি আমি তাই । প্রকৃতি প্রকৃতি পেলে, আকৃতির নাশ । পাচে পাঁচ মিশাইয়া, হয় অপ্রকাশ ॥ অবিনাশী আত্মা এক, স্বভাবেই রয়। বল তবে এ জগতে, মুক্তি কার হয় ? 尊 -* সংগীত । রাগিণী ললিত—তাল আড়া । & কি হবে, কি হবে, ভবে, কি হবে আমার হে । কত দিনে পাব আমি প্রবোধ কুমার হে ? ভূতময় যত হয়, কিছু তার সার নয়ু,