বিষয়বস্তুতে চলুন

পাতা:ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্ব.djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতাসংগ্রহ । స్ఫి-లి তদবধি শিষ্যদের, ভক্তির প্রভাব । প্রভুপ্রেম প্রাপ্ত হোয়ে, কতরূপ ভাব ॥ সেরূপ খৃষ্টানগণ, ভাবে ঢল ঢল । গোরাপ্রেমে মত্ত যথা, নেড়ানেড়ী দল ॥ প্রভুর শোণিত মাংস কাল্পনিক করি । আহারে অহলাদ পান, যত মিশনরি ॥ টেবিল সাজায়ে সব, ভাবেPগদ গদ । মাংস বোলে রুটি খান, রক্ত বোলে মদ ! ভুবন করেছে বদ্ধ, কুহকের ডোরে । হায় রে “কুমারীপুত্র” বলিহারি তোরে ॥ যে প্রকার খৃষ্টানের, পূৰ্ব্ব প্রকরণ । কেথলিক চর্চে গিয়া, দেখে এসো মন ॥ দেখিলে তাদের ভাব, রাগে মন রোকে । ধন্যবাদ দিতে হয়, বঙ্গবুলীি লোকে ॥ ওল্ড এক টেষ্টমেণ্ট, গোল্ড তায় বাধা । কোল্ড করে মানুষেরে, লাগাইয়া ধাধা ॥ রিফরম প্রটেষ্টাণ্ট, বিশপের দল। বড়দিন পেয়ে মুখে, হাস্ত খল খল ৷ মিলিটরি, সিবিল, বণিক আদি যত । ছুটী পেয়ে ছুটাছুট, আস্ফালন কত ॥ জমকে পোষাক করি, গাড়ী আরোহণে । চর্চে যান স্বরূপসী, শ্ৰীমতীর সনে ॥