পাতা:উড়িয়া স্বতন্ত্র ভাষা নহে.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( , , ) তাহারণ ছাড়া জরি সকল লোক ও ধৰ্ম্মেণপদেশকগণ অপেক্ষাকৃত অজ্ঞ ও কুসংস্কারাবিষ্ট ছিল ; সুতরাং সে বিষয়ে তাহীদের শ্রদ্ধা জন্মিবার সম্ভাবনা নাই। উপরিস্থ কয়েক পংক্তিতে যে কয়েকটা কেবল উৰ্দ্ধরৈখিক পদ আছে, তাহাদিগকে লইয়। পূর্বকার নিম্নরৈখিক বিকৃত পদ সকলের সহিত মিলিত করিয়া দেখা যাউক যে, উহার কিরূপ বিকৃত হইয়াছে ও এক্ষণকার বিশুদ্ধ বাঙ্গাল হইতেই বা কত পৃথকৃ। এইক্ষণ দৃষ্ট হইভেছে যে, পূর্বকীর নিম্নরৈখিক পদগুলির মধ্যে অধিকাংশই পুনঃ পুনঃ প্রয়োগে সংখ্যায় অধিক হইয়াছে। তন্মধ্যেও আবার কতক গুলিকে কোন ক্লেশন স্থলে শরদারয়বে একাক্ষর বা দ্ব্যক্ষরে কোন কোম স্থলে বা উচ্চারণ-গত স্বর ও হলের বিপৰ্য্যাস হেতু কিয়দংশে বিভিন্ন দেখা যায় এস্থলে ইচ্ছাও বলা আবশ্যক বোধ হইতেছে, কলিকfভংর পূৰ্ব্ব ও উত্তর অঞ্চলের লোকদিগের উচ্চারণগত যেরূপ স্বর-টবলক্ষণ্য দেখা যায়, সুবর্ণরেখার দক্ষিণেও সেইরূপ স্বয়-বিকৃতি দৃষ্ট হয় । সুবর্ণরেখার উত্তরে, শব্দের অন্তস্থিত, কি স্বরাম্ভ কি হলন্ত, প্রয়েঃ অনেক অক্ষরই হলন্ত উচ্চারিত হয় ; উছার দক্ষিণে সেরূপ নহে, অন্তস্থিত সকল অক্ষরেরই স্বরান্ত উচ্চারণ দেখা যায়। লুন, ধান্ত, কান, পাম, ইত্যাদি শব্দ দক্ষিণে লুণ, ধাম, কান, পান ইত্যাকার স্বরান্ত উচ্চারিত হয় । এখঙ্গ পূৰ্ব্বেণাক্ত তাপব্লষ্ট শব্দগুলি লইয়া বিচার করিয়া দেখা যাউক যে,