পাতা:উড়িয়া স্বতন্ত্র ভাষা নহে.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( or ) প্রণালী কি নাম সকলি বাঙ্গালার মত, কিছুমাত্র বিভিন্ন নছে। .এক্ষণে উড়িষ্যায় যেরূপ তালপৰুে সকল বিষয় লিখিত হয়, পূর্বে বাঙ্গালাতেও ঠিক সেইরূপ ছিল ; এখনও চণ্ডী ও শ্রাদ্ধ উপনয়ন প্রভৃতি ধৰ্ম্ম সংক্রান্ত বিষয়ের পুস্তক সকল তালপত্রে লিখিত ছয় । দক্ষিণে এখনও সভ্যতার বিশেষ সঞ্চার ছয় মাই স্বতরাং বাঙ্গালীদের সকলি এখানে পূর্ববং রছিয়াছে। . অতএব যখন দৃষ্ট হইতেছে, সুবর্ণরেখfর উত্তরঞ্জ দক্ষিণ এই উভয় ভাগেরই প্রচলিত সাধু শব্দ ওখ্যাকৰণরিক শব্দ সমস্ত সকলই এক এবং খাওয়া, পরা, তাচার, ব্যবহার, ধৰ্ম্ম ইত্যাদি সকলই এক ; সুতরাং এই দুই ভাগের সংস্থষ্ট ভাব লোপের কোন সম্ভাবনা নাই, বরং লোপ হইলে মহান অনিষ্ট হইবে, তখন কি হেতু অবলম্বন করিয়া যে উড়িষ্যার প্রধান প্রধান রাজকৰ্ম্মচারীরা এদেশ হইতে বাঙ্গালীর বিলোপ করেম ভাস্থল বুঝিতে পারি না। অত্যন্ত দুঃখের বিষয়, যাহার উড়িষ্যা হইতে বাঙ্গালীর বিলোপ করিতে উদ্যত, উrহার বাঙ্গালীর বিভিন্ন স্থানের কথিত ভাষা তাৰগত লছেন। বাঙ্গালার অন্যান্য নিরুষ্ট অংশের কথাবাৰ্ত্ত। যেরূপ শ্রুতিকটু, কদৰ্য্য ও অশুদ্ধ, দক্ষিণে ততদূর লছে। উহাতে কোন বিষয়েরই এমন অধিক ত্বৈপরীত্য ভাৰ দেখা যায় না, যাহাতে সুবর্ণরেখার দক্ষিণদিকস্থ ব্যক্তি বর্ণের ভাষাকে বাঙ্গাল হইতে পৃথক কহ। যাইতে পারে । এস্থলে বাঙ্গালীর পূর্বাঞ্চলের ব্যবহৃত কতক