পাতা:উদ্ধব সংবাদ.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§ উদ্ধব সংবাদ । যদিবাঞ্ছাথাকে। পরম বুহ্মময়ি তিনি; ব্ৰক্ষ্ম শুল পাণি,চিন্তামণি আদি চিন্তে জাকে । পয়ার । শ্ৰীকৃষ্ণের পাঞ্জ পদ্ধ বন্দিয়ে মস্তকে চালাইয়াদিল রথ বৃন্দাবন মুখে তুরিত গম নে গেল যমুনার তির। অটব্য উত্তীণ হইল অ৷ নন্দে অস্থির ॥ পথে যাইতে উদ্ধব বিচার করে মনে বৃন্দাবনবাসীগণ দেখিৰ নয়নে দেখিব ভাণ্ডির বন নিঙ্গঃ কানন , কৃষ্ণভক্ত গণেরেক রিব দরশন। দেখিব প্রদাম আদি বুজ শিশুগণ যশোমতী নন্দেরে করিব নিরীক্ষণ । এদেহ প: বিত্ৰহবে জনম সফল । নিঃখিব কমলিনীর চরণ কমল ৷ ভাবিতেই পথে করিল গমন । নন্দের দুয়ারে রথ দিল দরশন। ব্যস্তহয়ে দেখে যাইয়ে ব্ৰজবাসী সৰ । অবয়ব মাধব আকৃতি সে উদ্ধব। নাহি কিছু ভেদাভেদ অভেদ আকার । নন্দের চরণে আসি কৈল নমস্কার ৷ কৃষ্ণ ভেবে উদ্ধবে কোলেতে করা কয় । বলে কৃষ্ণ তোমার এমন কটন হৃদয় ॥ ঘরে মরে নন্দরাণী অামি মরি