পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/১৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঋণশোধ । কর, এই পরম শান্তি প্রদ ধৰ্ম্মসুখে সুখী হও এবং সকলকে সুখী কর ; ধৰ্ম্ম ও পুণ্যের পরিবার হইয়া সংসারে স্বৰ্গবাস রচনা কর। হে শুভদাত্রি, হে করুণাময়ি, আবার এক বৎসর পরে তোমার কন্যাগণ তোমার ঘরে আসিয়াছেন। আজ তোমাকে জিজ্ঞাসা করি, ইহাদের উন্নতি আর কি হইবে না ? ইহাদের জ্ঞান ভক্তি প্রেম অনুরাগ আর কি বৃদ্ধি পাইবে না ? ইহারা কি তোমার হইয়াছেন ? ইহাদের পরিবার কি বৈকুণ্ঠে স্থাপিত হইয়াছে ? ইহাদের ভক্তি কি যথেষ্ট হইয়াছে ? তোমার অঞ্চল ধরিয়া ইহারা কি যথার্থ মুক্তি লাভ করিয়াছেন ? হে ভক্তবৎসলে, তোমার এই অবলাদিগকে আশীৰ্ব্বাদ কর, তোমার ধৰ্ম্ম রক্ষা করিবার ও রিপুগণকে বশীভূত করিবার শক্তি দাও এবং তোমার পবিত্রতা ও পুণ্যের মুকুট হঁহাদের মস্তকে পরাইয়া দাও। হে মঙ্গলময়, ইহারা ঘরে থাকেন। ইহাদের পিতা, পতি ও সস্তানগণ বাহিরে যাইয়৷ অনেক কষ্ট পান, ষাহাতে ইহারা তাহাদের সান্তুন দিতে সুক্ষম হন তাহা কর । এই তোমার কন্তাগণ আমাদের কথা শুনেন না। ইহাদিগকে ভক্তি দাও, শিক্ষার জন্য আগ্রহ দাও । ইহাদিগকে তেজঃপূর্ণ শক্তি দাও যাহাতে পরস্পরকে শাসন করিতে পারেন । এই আজ র্যাহার সভা সাজাইয়া বসিয়াছেন, তুমি তাহাদের কণ্ঠের ভূষণ হও, বক্ষের মণি হও; হৃদয়ের আনন্দ হও, আত্মার পুণ্য শান্তি হও । প্রেমময়ি; মঙ্গলময়ি, তোমার নিকট এই প্রার্থনা করিয়া, আশা ভক্তির সহিত তোমাকে বারবার নমস্কার করি ।