পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধৰ্ম্ম ও নীতি । পাঁচদোন গ্রাম, ঢাকা শনিবার, ১লা বৈশাখ, ১৭৯৫ শক ; ১২ই এপ্রিল, ১৮৭৩ খৃষ্টাব্দ ঈশ্বরের অস্তিত্ব ধৰ্ম্ম ও নীতি বিষয় বক্তব্য ধৰ্ম্মবিষয়ে বলিবার পূৰ্ব্বে ঈশ্বর সম্বন্ধে কিছু বিশেষ করিয়া বলিতে হয় । ঈশ্বর আছেন, এই জ্ঞান প্রত্যেক মনুষের অন্তরে বিদ্যমান। মনুষ্যাত্মার সৃষ্টির সঙ্গেই ঈশ্বরের অস্তিত্ব জ্ঞান তাহাতে নিহিত হইয়াছে । কি পৰ্ব্বতবাসী অসভ্য ববর্বর জাতি, কি সুসভ্য, জ্ঞানী মনুষ্য যাহাকে জিজ্ঞাসা কর, সকলেই বলিবে ঈশ্বর আছেন । কোন এক ভদ্র লোক নর-মাংসাহারী ভীষণ প্রকৃতি এক উলঙ্গ বন্য মনুষকে জিজ্ঞাসা করিয়াছিলেন যে তোমাকে কে স্বষ্টি করিয়াছে ? সে বলিল চন্দ্রসূৰ্য্য অপেক্ষা পুরাতন একজন উদ্ধে আছেন, তিনি। অতএব যাহারা নিয়ত অরণ্যে পশুবৎ জীবন যাপন করিতেছে, কিছুমাত্র জ্ঞানের আলোচনা করে নাই, কোন দিন ঈশ্বর বিষয়ক পুস্তক পাঠ করে নাই ও ধৰ্ম্মোপদেশ প্রাপ্ত হয় নাই এরূপ ঘোর অজ্ঞানান্ধ বন্তলোকেরাও স্বীকার করিয়া থাকে যে জগতের