পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6 o' উপদেশ অতএব যখন দুঃখীগণ ডাকিতেছে, অবিশ্বাসী মহ অন্ধকারে পড়িয়া তোমার পানে তাকাইতেছে, তোমার দ্বারে বার বার আঘাত করিতেছে, তখন কেন আর নিশ্চিন্ত রহিয়াছ ? পৃথিবীর আকাশের সমস্ত চন্দ্র তারকা তোমাকে পথ দেখাইয়া চলিতেছে, স্বয়ঃ বৈকুণ্ঠপতি তোমার অন্তরে বসিয়া প্রেম, পুণ্য, শান্তিতে তোমাকে উৎসাহিত করিতেছেন, কেন বিলম্ব কর ? অনন্তের ভাণ্ডার হইতে এত ধন লাভ করিয়াছ একবার ও কি কৃতজ্ঞতা দেখাইবে । না ? এত আশীৰ্ব্বাদ পাইলে তুমি কয়জনকে আশীৰ্ব্বাদ করিলে ? এত জ্ঞান পাইলে কয়জনকে ব্ৰহ্মজ্ঞান দিলে ? এত বিশ্বাসে তুমি আশান্বিত হইলে তুমি তাহাদ্বারা কয়জনকে আশ্বস্ত করিলে ; গ্রামে; নগরে, পল্লীতে পল্লীতে তোমার জ্ঞানের আলোক কতদূর ছড়াইলে, তোমার জীবনের জলন্ত দৃষ্টান্তে কয়জন যুবক কুব্যবহার ছাড়িয়া নীতি ও ধৰ্ম্মের অনুশরণ করিল ? পৃথিবীর সমুদয় সাধুগণ হইতে আশীৰ্ব্বাদ লইলে, কিন্তু কাহাকেও একটা ধৰ্ম্মের প্রদীপ জালিয়া স্থপথ দেখাইলে না ? তোমাকে ধিক্ । ইহাতে হইবে না । আপন জীবন জগতের জন্য দান করিতে হইবে । আপনার ধৰ্ম্ম, ভক্তি, বিশ্বাস, জ্ঞানের পূৰ্ণপাত্র হস্তে লইয়া সকলের তৃষ্ণ নিবারণ করিতে হইবে । আপনার অর্জিত সদগুণের দৃষ্টান্ত নিঃস্বার্থ মনে লোকের