পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৩৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাধ্যতা > a@ হইলে, অপরের আনুগত্য স্বীকার না করিলে, নিজের ইচ্ছা ও স্বার্থ ত্যাগ না করিলে চরিত্র সঙ্গঠিত হইবে না, ধৰ্ম্মজীবনের মূল নিয়ম এই । অপরের আনুগত্য, কার ? ঈশ্বরের না মানুষের ? প্রথমতঃ ও প্রধানতঃ ঈশ্বরের, কিন্তু সময়ে সময়ে মানুষেরও বটে । মানুষের সৰ্ব্বোচ্চ শক্তি স্বাধীন ইচ্ছাশক্তি, তাহারই ব্যবহারে চরিত্রের তারতম্য । কিন্তু তোমার নিজের ইচ্ছা অনেক সময় শুভ ইচ্ছা নয় । যাহা শুভ তুমি তাহা ইচ্ছা কর না, যাহা অশুভ তুমি তাহাই ইচ্ছা কর । অতএব যদি তুমি নিজের ইচ্ছা ত্যাগ করিয়া উচ্চতর ইচ্ছার বশবৰ্ত্তী হও তাহাই মঙ্গল । ঈশ্বরের ইচ্ছা, মহাত্মাদিগের ইচ্ছা, ধৰ্ম্মমণ্ডলীর ইচ্ছা, তোমার স্বেচ্ছ অপেক্ষা এই তিনই ভাল । যে স্বাধীনতা ভুলিয়া যোগ্য পাত্রের অধীন হয়, সেই পরিণামে প্রবৃত্তি ও পাপের অধীনতা হইতে মুক্ত হয় । - ভাবুক হইতে পার, মনীষী হইতে পার, দেশ সংস্কারক হইতে পার কিন্তু ধাৰ্ম্মিক হইতে গেলে অন্তের বশীভূত হইতে হইবে । ধৰ্ম্ম মানে আত্মইচ্ছা ত্যাগ করিয়া, আজ্ঞাধীন হইয়া হুকুমে চলা । যাহার এরূপ শক্তি আছে তাহার ধৰ্ম্ম আছে । আর ভাবের সময় ভগবান, কার্য্যের সময় আপনার ইচ্ছা ; চিন্তার সময়