পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৪০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У 8 o উপদেশ পরলোকে ন্যায়, অন্যায় বিচারের কিছু তফাৎ থাকিতে পারে, পরলোকের সাধন, ভজন, তপস্যার কিছু পরিবৰ্ত্তন থাকিতে পারে, দেহত্যাগী আত্মার পক্ষে স্বৰ্গদ্বারদর্শনের অন্তরায় কিছু কম হইতে পারে ; কিন্তু এই আত্মাকে যে অনেক পরীক্ষা এবং অনেক শাসন অতিক্রম করিতে হয়, তাহার আর কোন সন্দেহ নাই । নরক কি, নরকভোগ কি এবং নরক ভোগ কখন । শেষ হইবে ? এই বিষয় লইয়া ধৰ্ম্মাত্মাগণের মধ্যেও | বিতর্ক আছে। নরক বলিতে সচরাচর ঈশ্বরের অভাব, ধৰ্ম্মের অভাব, পুণ্যের অভাব, সাধুতার অভাব এবং সদনুষ্ঠানের অভাব বুঝায় । নরকভোগ বলিতে, ঈশ্বরবিচ্যুতি, ধৰ্ম্মপুণ্যবিহীনতা, সাধুসহবাসের অভাব, এই বুঝায়। পাপের প্রতি ঘৃণার অভাব, সাধুর প্রতি ভালবাসার অভাব, ধৰ্ম্মের প্রতি অনুরাগশূন্তত, ও পুণ্যের প্রতি প্রীতি না থাকিলে কি হয় জান ? অন্তরের সমস্ত রিপু প্রবল হইয়া বনের সিংহ ব্যান্ত্রের মত মনুষ্যকে আক্রমন করে ও গ্রাস করে । r যে রাগী তাহার কি বিপদ ? যে হিংসাপরবশ সে কত ঘৃণ্য, যে লোভী হেইয়া পরস্বাপহরণ করে, তাহার রাজদ্বারে কত দণ্ড ভোগ !! এইরূপে আর আর রিপুগণের অত্যাচারেও মনুষ্যজীবন নিতান্ত বিপদাপন্ন