পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૭8 উপদেশ । তাহা আবিষ্কৃত করেন। ইহা দ্বারা নানা উপকার সাধিত হয়, জ্ঞানের গুরুত্ব বৃদ্ধি হয়, এবং প্রেমেরও গভীরতা বৃদ্ধি হয় এবং জগতের স্থখসিন্ধুর জলরাশি প্রচুর পরিমাণে পরিবৰ্দ্ধিত হয়। ধৰ্ম্মপ্রচারকেরা যতই এইরূপে মহাসাগররূপ মানবপ্রকৃতি হইতে নানার্থ সংগ্রহ করেন, ততই জগতের সুখ শান্তির রাজ্য বিস্তৃত হয়। এই শিক্ষা কোথা হইতে আইসে ? ঈশ্বর নিজে এই শিক্ষা দেন। মঙ্গলময় ঈশ্বর প্রত্যেকেরই ঈশ্বর। প্রতিজনের সম্পদে বিপদে ঈশ্বরের কৃপা ; কিন্তু মঙ্গলময় ঈশ্বরের বিধান আমার জন্য নয়, তোমার জন্য নয় ; কিন্তু সমস্ত মানবজাতির জন্ত । যদি বল ব্রাহ্মধৰ্ম্ম কেবল বঙ্গদেশের জন্ত, তাহা হইলে ব্রাহ্মধৰ্ম্মকে সঙ্কীর্ণ করিলে। হয় বল, ব্রাহ্মধৰ্ম্ম সত্যধৰ্ম্ম নহে, নতুবা বল, ব্রাহ্মধৰ্ম্ম সমস্ত মানবজাতির জন্য। ঈশ্বর যাহা প্রেরণ করেন, তাহ সমুদয় মানবজাতির কল্যাণের জন্য। এখানকার যে সঙ্গীতের কোমল ধ্বনি, এবং উপদেশের যে মিষ্টতা আমরা আস্বাদ করিতেছি, ইহা সমস্ত পৃথিবীর জন্ত । এই জন্য এক দেশের উপদেষ্ট অন্ত দেশের উপদেষ্ট হইতেছেন। এক দেশের সত্য অন্য দেশেও গৃহীত হইতেছে, সাগর পার হইয়া ধৰ্ম্ম বিস্তারিত হইতেছে। কি বিলাতীয়, কি বঙ্গদেশীয় লোক, কেবল মানব বলিয়া গৃহীত হইতেছে, এক সাধারণ বিধানে উপকৃত হইতেছে। জ্ঞানের বিধানে, প্রেমের বিধানে, ধৰ্ম্মের বিধানে, এক দেশের সম্পত্তি, অন্য দেশের সম্পত্তি হইল। খ্ৰীষ্টীয়ধৰ্ম্ম, হিন্দুধৰ্ম্ম, মহম্মদীয়ধৰ্ম্ম নিজ নিজ সীমাকে অতিক্রম করিয়া, জগতের নানা স্থানে অনেকের শ্রদ্ধা আকর্ষণ করিতেছে, ইহার অর্থ কি ? এই সমস্ত ধৰ্ম্মের মধ্যেই সত্যস্বরূপের হস্ত আছে। যাহার উপর ঈশ্বর স্বহস্তে আপনার নাম স্বাক্ষর করিয়া দিয়াছেন, সেই ধৰ্ম্মোপদেষ্ট যে দেশসম্ভত হউন না, তিনি সৰ্ব্বত্র পূজ্য। র্তাহার যাহা জানা-বার আছে |