পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ - উপদেশ । অতি হীন জাতি, আমাদের তেমন বিশ্বাস এবং ভ্রাতৃপ্রেম নাই, তথাপি আমরা প্রচার করিতে চেষ্টা করিব। আমরা জনসমাজের সেবায় নিযুক্ত হইব । দুঃখী বঙ্গদেশের সৌভাগ্যের উদয় হইল। অবরোধে অঙ্গনা বদ্ধ ছিলেন, ব্রাহ্মগণ র্তাহাকে বলিলেন, তুমিও ব্রহ্মনাম গ্রহণ কর, আর তুমি ইন্দ্রিয়স্থখে প্রোথিত থেক না, তোমাকে লইয়া পিতার সিংহাসনতলে দাড়াইব । রাজপুরুষেরা বলিলেন, ব্রাহ্ম, তুমি ধন্য! আমরা তোমার সাহায্য করিব । গলবস্ত্র হইয়া ব্রাহ্ম বলিলেন, আমি প্রত্যাশার অধিক ফল লাভ করিলাম। ব্রাহ্মসমাজের সৌভাগ্য-সূৰ্য্য ক্রমাগত উজ্জ্বলতর হইতে চলিল। বিদেশীয়েরা আসিয়া ব্রাহ্মসমাজতরুর উপর জল ঢালিয়া দিতে লাগিলেন। ইয়োরোপ, আমেরিকা সকলে মিলিয়া বলিতে লাগিলেন, ব্রাহ্মসমাজের ভবিষ্যৎ বড় সুন্দর! নারদের বীণার সঙ্গে, দায়ুদের বীণা বাজিল। পৃথিবীর সমুদয় সাধুরা ব্রাহ্মকে জয়স্তু জয়স্তু বলিয়া আশীৰ্ব্বাদ করিলেন। আর উপর হইতে দেব দেব মহাদেব রাজাধিরাজ । ঈশ্বর বলিলেন, এই যে ভক্তির ধৰ্ম্ম ব্রাহ্মধৰ্ম্ম, যাহা নারদ চৈতন্ত্য প্রভৃতি সাধন করিতেন, এই যে যুগের ধৰ্ম্ম, ব্রাহ্মধৰ্ম্ম, যাহা মহাদেব প্রভৃতি সাধন করিতেন, ইহাকে নূতন সৌন্দর্য্যে বিভূষিত করিয়া, হে ব্রাহ্ম, তোমার হস্তে দান করিয়া এবং ইহার মস্তকে আমার অনন্ত প্রেমের মুকুট পরাইয়া দিব। এই ব্ৰাহ্মধৰ্ম্মের বয়ঃক্রম পঞ্চাশ বৎসর হইতে চলিল। ব্রাহ্মগণ, এমন স্কুথের ধৰ্ম্ম পাইয়া তোমরা কি করিলে ? সমুদয় ভারতবর্ষ এই ধর্মের জয় দেখিবার জন্য অপেক্ষা করিতেছে । ত্রিম্বকেশ্বর হইতে গোদাবরী, বিশালবক্ষ ধৰ্ম্মোৎসাহী পুরুষদিগের বাসস্থান পঞ্চনদী পূর্ণ পঞ্জাব এই ধৰ্ম্মকে আলিঙ্গন করিবার জন্য প্রস্তুত। এই যে বৃহৎ ধৰ্ম্মগৃহ নিৰ্ম্মিত হইতেছে, ইহাতে অনেক অন্ন বিতরণ করা হইবে। হে উৎসবক্ষেত্রবিহারী ব্রাহ্মগণ