পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t 切サ কেনোপনিষৎ { - তস্মৈ তৃণং নিদধাবেতদহেতি । তদুপপ্রেয়ায়। / সৰ্ব্বজবেন তন্ন শশাক দগ্ধ ম স তত এব নিবন্ধতে, . নৈতদশকং বিজ্ঞাতুম, যদেতদ্যক্ষমিতি ॥৬ তস্মৈ ( উক্ত প্রকার আত্মশ্লাঘা পরায়ণ অভিমানী অগ্নির গৰ্ব্ব চূর্ণ করিয়া তাহাকে অনুগ্রহ করিবার জন্ত পরমেশ্বর তাঙ্গর সম্মুখে ) তৃণং ( একটি শুষ্ক তৃণ ) নিদধেী ( স্থাপন করিলেন ) এতং দহ ইতি ( এবং বলিলেন, “এই তৃণটকে দগ্ধ কর’ ) তৎ ( অগ্নি সেই তৃণ ) উপ প্রেয়ায় ( সমীপে গমন করিলেন ) তং (কিন্তু সেই তৃণটাকে ) সৰ্ব্বজবেন ( সমস্ত বলদ্বারা) দখুং (দগ্ধ করিতে) ন শশাক (সমর্থ হইলেন না ) স: ( সেই জগতবেদ অগ্নি তৃণটকে দগ্ধ করিতে না পারিয়া লজ্জিত হইয়া নীরবে ) ততঃ এর (সেই ক্ষের নিকট হইতে ) নিৰ্ব্বতে (দেবগণের নিকট প্রত্যাবর্তন করিয়া বললেন) যন্তেং যক্ষ ইতি (এই যক্ষ যে কি বস্তু তাহা ) এতৎ বিজ্ঞাতুং ( জানিতে ) ন অশকম্ (সমর্থ হইলাম না) ॥৬ উক্ত প্রকারে আত্মশ্লাব পরায়ণ অভিমানী অগ্নির গৰ্ব্বচুর্ণ কবিয়া তাহাকে অনুগ্রহ করিবার জন্ত পরমেশ্বর তাঙ্গর সম্মুখে একটা শুদ্ধ তৃণ স্থাপন করিয়া বলিলেন ইহাকে দগ্ধ কর। অগ্নি সেই তৃণ সমীপে গমন করিয়া স্বীয় সমস্ত বল দ্বারাও তাঙ্গকে দগ্ধ করিতে পারিলেন না। মই ৷ জাতবেদ অগ্নি তৃণটকে দগ্ধ করিতে না পারিয়া লজ্জিত ইয়া নীরবে সেই যক্ষের নিকট হইতে দেবগণের সমীপে প্রত্যাবৰ্ত্তন করিয়া বলিলেন এই যক্ষ যে কি বস্তু তাক আমি জানিতে সমর্থ হইলাম না ॥৬ অথ বায়ুমক্রবন বায়বেঙ্গ বিজানীহি–কিমেতদ যক্ষমিতি । তথেতি ॥৭ -