বিষয়বস্তুতে চলুন

পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

86. অত চুপিচুপি কেন কথা কও ওগো মরণ, হে মোর মরণ । অতি ধীরে এসে কেন চেয়ে রও, ওগো একি প্রণয়েরই ধরন ! যবে সন্ধ্যাবেলায় ফুলদল পড়ে ক্লান্ত বৃন্তে নমিয়া, যবে ফিরে আসে গোঠে গাভীদল সারা দিনমান মাঠে ভ্ৰমিয়া, তুমি পাশে আসি বস আচপল ওগো, অতি মৃদুগতি-চরণ। আমি বুঝি না যে কী যে কথা কও, ওগো মরণ, হে মোর মরণ । হায় এমনি করে কি ওগো চোর, ওগো মরণ, হে মোর মরণ, চোখে বিছাইয়া দিবে ঘুমঘোর করি হৃদিতলে অবতরণ ! ভূমি এমনি কি ধীরে দিবে দোল মোর আবশ বক্ষশোণিতে ? কানে বাজাবে ঘুমের কলরোল তব কিঙ্কিণি-রণরণিতে ? 2}