বিষয়বস্তুতে চলুন

পাতা:কথা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কথা

গুরু কৌতূহলভরে  তুলিয়া লইলা করে,
পড়িয়া দেখিলা পত্রখানি
বন্দি’ তাঁর পাদপদ্ম  শিবাজি সঁপিছে অদ্য
তাঁরে নিজ রাজ্য-রাজধানী।

পর দিনে রামদাস  গেলেন রাজার পাশ,
কহিলেন “পুত্র কহ শুনি
রাজ্য যদি মোরে দেবে কী কাজে লাগিবে এবে
কোন্ গুণ আছে তব, গুণী।”
“তোমারি দাসত্বে প্রাণ  আনন্দে করিব দান”
শিবাজি কহিলা নমি তাঁরে,—
গুরু কহে-“এই ঝুলি  লহ তবে স্কন্ধে তুলি
চলো আজি ভিক্ষা করিবারে।”

শিবাজি গুরুর সাথে  ভিক্ষাপাত্র লয়ে হাতে
ফিরিলেন পুরদ্বারে দ্বারে।
নৃপে হেরি ছেলে মেয়ে  ভয়ে ঘরে যায় ধেয়ে
ডেকে আনে পিতারে মাতারে।
অতুল ঐশ্বর্যে রত,  তার ভিখারীর ব্রত!
এ যে দেখি জলে ভাসে শিলা।
ভিক্ষা দেয় লজ্জাভরে,  হস্ত কাঁপে থরথরে,
ভাবে, ইহা মহতের লীলা।