বিষয়বস্তুতে চলুন

পাতা:কথা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৬২
কথা

কহিল সামন্ত জয়সেন—
যে-আদেশ প্রভু করিছেন
তাহা লইতাম শিরে  যদি মোর বুক চিরে
রক্ত দিলে হোত কোনো কাজ;
মোর ঘরে অন্ন কোথা আজ।


নিশ্বাসিয়া কহে ধর্মপাল
কী কব, এমন দগ্ধ ভাল,—
আমার সোনার ক্ষেত  শুষিছে অজন্মা প্রেত,
রাজকর জোগানো কঠিন,
হয়েছি অক্ষম দীনহীন।


রহে সবে মুখে মুখে চাহি,
কাহারো উত্তর কিছু নাহি।
নির্বাক সে সভাঘরে,  ব্যথিত নগরীপরে
বুদ্ধের করুণ আঁখি দুটি
সন্ধ্যাতারাসম রহে ফুটি।


তখন উঠিল ধীরে ধীরে
রক্ত ভাল লাজনম্র শিরে
অনাথ-পিণ্ডদ-সুতা  বেদনায় অশ্রুপ্লুতা