পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
শ্রেষ্ঠ ভিক্ষা
১৩

“জাগাে, ভিক্ষা দাও” সবে ডাকি ডাকি
সুপ্ত সৌধে তুলি নিদ্রাহীন আঁখি
শূন্য রাজবাটে চলেছে একাকী
   ভিখারি।

ফেলি দিল পথে বণিকধনিকা
মুঠি মুঠি তুলি রতনকণিকা
কেহ কণ্ঠহার, মাথার মণিকা
   কেহ গাে।
ধনী স্বর্ণ আনে থালি পূরে পূরে -
সাধু নাহি চাহে, পড়ে থাকে দূরে।
ভিক্ষু কহে, “ভিক্ষা আমার প্রভুরে
   দেহো গাে।”

বসনে ভূষণে ঢাকি গেল ধূলি,
কনকে রতনে খেলিল বিজুলি-
সন্ন্যাসী ফুকারে লয়ে শূন্য ঝুলি
   সঘনে-
“ওগাে পৌরজন, করো অবধান,
ভিক্ষুশ্রেষ্ঠ তিনি বুদ্ধ ভগবান্।
দেহো তাঁরে নিজ সর্বশ্রেষ্ঠ দান
   যতনে।”