পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ কপালকুণ্ডল । শুনিবার জন্য তিষ্ঠিলেন না । নবকুমার কিয়ং কাল অভিভূতের ন্যায় দাড়াইলেন ; পরক্ষণে কন্যার পশ্চাদ্বত্তী হইতে ব্যগ্র হইলেন, কিন্তু রমণী কোন দিকে গেল তাছার কিছুই স্থিরতা পাইলেন না। মনে করিতে লাগিলেন-“এ কাহার মায় ? না আমারই ভ্রম হইতেছে ? যে কথা শুনিলাম—সেত আশঙ্কাসুচক ; কিন্তু কিসের আশঙ্কণ ? তান্ত্রিকের সকলই করিতে পারে। তবে কি পলাইব ? cकोंथांश viलांहेतांत्र चूहांम श्रां८छ् ?” নবকুমার এই রূপ চিন্তা করিতেছিলেন, এমত সময়ে দেখিলেন কপলিক উtহণকে সঙ্গে না দেখিয়া প্রত্যাবর্তন করিতেছে কাপালিক কছিল, “বিলম্ব করিতেই কেন ? ” o ষখন লোকে ইতিকর্তব্য স্থির না করিতে পারে, তখন তাহাদিগকে যে দিকে প্রথম আবৃত করা যায়, cनझे लिटकहे এরত্ত হয় । কাপালিক পুনরাহান করাতে বিনা বাক্য ज्ञाटञ्च मदकूभांद्र ऊँांझांद्र **छiछड झ३८लन । কিয়দর গমন করিয়া সম্মুখে এক মৃৎপ্রাচীরবিশিষ্ট কুটার দেখিতে পাইলেন । তাছাকে কুটীরও বলা যাইতে পারে, ক্ষুদ্র গুছও বলা যাইতে পারে । কিন্তু ইহাতে আমাদিগের কোন প্রয়োজন নাই। ইহার পশ্চাতেই সিকতাময় সমুদ্রতীর । গুহপাশ্ব দিয়া কাপালিক নবকুমারকে সেই সৈকতে লইয়া চলিলেন ; এমত সময়ে তীরের তুলা বেগে পূৰ্ব্বদৃষ্ট রমণী তঁrহার পাশ্বর্ণ দিয়া চলিয়া গেল । গমন কালে তঁtহার কর্ণে ললিয়া গেল “এখনও পলাও । নরমাংস লছিলে তান্ত্রিকের পূজা কয় না छूनि कि जान ना ?” নবকুমারের কপালে স্বেদবিগম হইতে লাগিল । দুর্ভাগ্যবশতঃ যুবতীর এই কথা কাপালিকের কর্ণে গেল। গম্ভীর স্বরে সে কছিল, “. কপালকুণ্ডলে । ” ۴ جاحظه স্বর নবকুমারের কর্ণে মেঘগজলবৎ স্থলিত হইল। কিন্তু কপালকুগুলী কোল উত্তর দিল মণ ।