পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

な8 কপালকুণ্ডল । हैंइtत्र অধিক তোমার তুল্য লোকের আর কি সৌভাগ্য হইতে পারে ?” o - . কাপালিক নবকুমারকে দৃঢ়ত্তর বন্ধন করিয়া সৈকতোপরি কেলিয়া রাখিলেন । এবং বধের প্রাক্কালিক পূজাদি ক্রিয়ায় बाश्रृज्र श्हेटजम । . - শুদ্ধ লতা অতি কঠিন—ৰন্ধন অতিদৃঢ়-মৃত্যু আসন্ন ! নবকুমার ইষ্টদেবচরণে চিত্ত নিবিষ্ট করিলেন । এক বীর জন্মভূমি মনে পড়িল ; নিজ মুখের অtলয় মনে পড়িল, এক বীর বহুদিন অন্তহিত জনক এবং জননীর মুখ গলে পড়িল, দুই এক বিন্দু অজ্ঞজল সৈকত বালুকায় শুষিয়াগেল। কাপালিক’ বলির প্রাককালিক ক্রিপ্পা সমাপনীন্তে ৰধার্থ খড়গ লইবার জন্য আসন ত্যাগ করিয়া উঠিল । কিন্তু যথায় খড়গরক্ষণ করিয়াছিলেন তথায় খড়গ পাইলেন না । আশ্চৰ্য্য ! কাপালিক কিছু বিস্মিত হইল তাছার নিশ্চিত স্মরণ ছিল যে অপরান্ধুে খড়গ আনিয়া উপযুক্ত স্থানে রাখিয়া ছিলেন এবং স্থানান্তরও করেন নাই, তবে খড়গ কোথায় গেল ? কাপালিক ইতস্ততঃ অনুসন্ধান করিলেন । কোথাও পাইলেন না । তখন পূর্বকথিত কুটারাভিমুখ হইয়া কপালকুণ্ডলাকে. ডাকিলেন ; কিন্তু পুনঃ পুনঃ ডাকাতেও কপালকুণ্ডল কোন উত্তর দিল না । তখন কাপালিকের চক্ষু লোfছত, জযুগ আকুঞ্চিত ছইল । তিনি দ্রুত পাদবিক্ষেপে গৃহাভিমুখে চলিলেন ; এই অবকাশে বন্ধনলতা ছিন্ন করিতে নবকুমার আর এক বীর ষত্ব পাইলেন—কিন্তু সে ষত্বও নিষ্ফল হইল । ë. এমত সময়ে নিকটে বালুকার উপর অতি কোমল পদধূলি হইল—এ পদধূলি কীপালিকের লছে । मबङ्गाछ मझन भिन्झांझेझां দেখিলেন সেই মোহিনী-কপালকুণ্ডল । তাছার করে খড়গ জুলিতেছে। • কপালকুগুল কছিলেন “চুপ ! কথা কহিও লা-খড়গ আমারই কাছে—অামি চুরি করিয়। রাখিয়াছি।”