পাতা:কবিতাপুস্তক.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

... 3 পূদে}} । এ আলোকে কতবার ঝাপ দিয়া পড়িলাম, কতবার পুড়িলাম, কিন্তু মরিলাম না । এ মোহিনী কি আমি জানি। জ্যোতিষ্মান হইয়া এ সংসারে আলো বিতরণ করিব—বড় সাধ ; কিন্তু হায় ! আমরা খদ্যোত! এ আলোকে কিছুই আলোকিত হইবে না। কাজ নাই । তুমি ঐ বকুলকুঞ্জকিসলয় কুত অন্ধকার মধ্যে, তোমার ক্ষুদ্র আলোক নিবাও, আমিও জলে হউক, স্থলে হউক, রোগে হউক, দুখে হউক, এ ক্ষুদ্র দীপ নিবাই। মনুষ্য-খদ্যোত । c :($(ృని శC)??