পাতা:কবিতা ও গান.djvu/১৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান।
১২৫

সখী।
বুঝেছি লো,অভাগিনি,ভেঙ্গেছে প্রণয় তার!
দিসনে আপনি,সখি,আপনাকে ফাঁকি আর!
কি হইবে আর কাঁদি,
পাষাণে হৃদয় বাঁধি
যে প্রণয় আজি হতে ফেল উযাপিয়া।
সব ফাঁকা শূন্যময়,
কেহ ত কাহারো নয়,
মিথ্যা প্রেম ফাঁকি-জুকি—যা,সখি,ভুলিয়া,
ছিন্ন করে ফেলে দিয়ে মায়া মোহডোর!
নে রে নে যোগিনী ব্রত,
শ্মশানেতে পরিণত
হউক—দেখিব সুখে—সে হৃদয় তোর!