পাতা:কবিতা ও গান.djvu/১৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পঞ্চম সর্গ।
চেতনা।
প্রাতঃকাল।
(পথশ্রান্ত ললিত—অপরিচিত কানন তলে ঘুমভঙ্গে)
ললিত।

একি এ কোথা এনু!
ফুলে ভরা এ কোন কানন?
কোন স্বপনেতে ভেসে  এ কোন উষার দেশে
সহসা করিনু আগমন?
কে তুমি,গোলাপ-কলি? হেসে হেসে ঢলাঢলি—
এতই কি বলাবলি মধুর বচন?
মধুকর গুণ গুণে,  তার কথা কেবা শুনে,
হেসে কুটি উঠে ফুটি বেল জুঁইগণ;
এ হেন প্রমোদ ভুলি  বকুল-কামিনী-গুলি
কেনরে করেছে হেথা ভূমেতে শয়ন?
মরিগো কুসুম-বালা?  কি এত পেয়েছ জ্বালা?
প্রাণেতে জাগিছে, হায়, কার অযতন?
কঠিন মলিন ভূঁয়ে  কোমল সুতনু থুয়ে
ত্যজিছ জীবন কার বাচি দরশন?