Kobo গান । -- --- - গৌড়সারং—-যৎ । আকাশের পটে মধুর মুরতি আবার আজিকে দেখি রে কেন ? কেনরে আবার নয়নে উদিলি প্রভাতি চাদের জোচন হেন ? জানন কি, প্রিয়ে, ও মূরতি দেখি কঠোর পাষাণও গলিয়ে যায় ? ? জাননা কি, প্রিয়ে, ও মুরতি দেখি শবের তনুং জীবন পায় ? জাননা কি, প্রিয়ে, ও মুরতি দেখি এ হৃদি-ক্লবাট আপনি খসে ? গলে গলে যায় মরম আমার মধুর কি এক নেশার বশে ? তবে কেন তুই দেখা দিলি, সই, হাসিলি কেন ও করুণ হাসি, বিষাদের ঐ মান চাহনিতে কেন বরবিলি পীযুষরাশি ? দেখা যদি দিলি বিস্থিতি টুটলি, সুদূর অস্বরে কেন লে। তবে ? তোর লাগি এই পেতেছি হৃদয়, আয় হৃদে হৃদে মিশাই এবে । • * تعمیم বেহাগ—আক্ৰীড়া । চলিলে প্রবাসে তবে, হৃদয়ের ধন, শূন্ত করি অভাগীর হৃদি প্রাণ মন ? যাও তবে যাও, সখা, হয়ত এ শেষ দেখা, এ বিদায় হোল বুঝি জন্মের মঞ্চ। " লভিয়ে সৌভাগ্য কান্তি, পাবে যথা স্বখ শাস্তি— যাও তবে, প্রিয়তম, সুদূর সেখানে— আজিকে হৃদয় খুলে উপহার অশ্রুঞ্জলে দুখিনী বিদায় দেয় সরবস্ব ধনে। o
পাতা:কবিতা ও গান.djvu/১৭৮
অবয়ব