পাতা:কবিতা ও গান.djvu/২০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গান । ఫి মেঘের কোলে জল জল তারান্থটি উঠলো ফুটে ; ফুলের গন্ধ লুটে নিয়ে মলয় বাতাস , বেড়ায় ছুটে। ওয়ণ-প্রেমের বাতাস আরো উদাস, , Įk বাদন ছাদন নাহি মানে, উধাও কেবল ভাসিয়ে নেযায়, তাহার কূল সে অকুল পানে! মিশ্রযুলতান—তাড়া । .হায় রে, হোল না ত মাল গাথা । সারা বেল ফুল তুলে গাঁথব বলে একু কূলে, কে জানে গো কেমন ভুলে, ভাবতে ভাবতে কাহার কথা ! আঁচলখসে ফুলরাশি ম্রোতের জলে গেছে ভালি ; মুছে আঁখি চমকে দেখি, কোলে পড়ে খালি মুত্ব ! ঐ যে বেজোছ,বাশি, তরীখানি আদিছে ভাসি ! এখনি সে হাসি হাসি চাহিবে মালা, কি করিব ছুতা ?