পাতা:কবিতা ও গান.djvu/২১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ - ২ গান । বিবিটি খাম্বাজ—কাওয়ালি । সেই ত’ কুয়ম ফোটে, সেই তা মধুপ ছোটে, সেই ফুল চুমি চুমি মৃদু বহে বায় ; ধরি কল কলতানে খুলিয়া তরল প্রাণে তটিনী সেই ত ঐ ধীরে বহে যায় ; সেই রবি যায় আসে, চাদিয়া হরষে ভালৈ সন্ধ্যার সুনীল নভে তারাদল লয়ে ; অমৃতে ভাসায়ে দিক কুহরে পাপিয়া পিক, . আনন্দ পুলক মাঝে বিশ্ব যায় বয়ে। তবুও হৃদয়ে, সই, সে দিনের মত কই প্রতিধ্বনি জাগে না ত’ প্রকৃতিশোভায় ! · কই সে উল্লাস কোথা, আরো বাড়ে মনোব্যথা, সে মুখের দিন, সখি, ফেরেন ত’ তায় ! জিলফ—আড়া । চোখের আড়াল হলে সবে ভুলে যায়— পড়িয়ে যে থাকে শুধু কেঁদে কেঁদে চায় । শুধু পথ পানে চাহে, স্মৃতির কাহিনী গাঙ্কে, . আকুল আকাঙ্ক্ষা মাঝে বিশ্বাস জাগায় । ব্যথাভর ভালবাসা; অসীম তৃষা, তাই সে ভুলিতে ভোলে একা এ ধরায় !