পাতা:কবিতা ও গান.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গাম | নিঝর সচকিত, মিলন জাগরিত, চমকি উথলিত পুলকে ! চাতক তৃষা ভরি অমিয়া পান করি ভ্ৰমিছে ঘুরি ঘুরি ছুলোকে ! বনানী কুয়ে কুয়ে এ ওরে ছুয়ে ছুয়ে - গাহিছে প্রাণ খুলে প্রেমগান ; ফুলের রূপরাশি উঠিছে হাসি হাসি শুভ্র হিমনীরে করি স্নান । এ হেন বরষায় কাহার ভরষায় দিবস যাপি ? কাহার প্রেমাগুণে সযতনে হৃদয় তাপি ? কাহার আঁখিতারা মাতোয়ারা করে এ প্রাণ মোর ? কাহার স্বধাচুমে এক ঘুমে জীবন করি ভোর ? কাহার প্রাণে গিয়া লুকাইয়া জুড়াই ব্যথা ? এমন ঘনঘটা, বারিছট, হায়, সবি বৃথা ! , $ 钜