পাতা:কবিতা ও গান.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ধর্ম্ম-সঙ্গীত।
২৩৫

কেদারা—চৌতাল।


ওহে জগজনপাতা, শোকতাপশান্তি-দাতা!
কৃপা নেত্রে চাহ, পিতা, ভক্তজন প্রতি!
দীনবন্ধু দীনজনে দাও এ শকতি মনে,
আমরণ ও চরণে থাকে যেন মতি!
তোমারি ইচ্ছার বলে চন্দ্র সূর্য্য তারা জ্বলে,
শত শত গ্রহ চক্রে ঘোরে অনুক্ষণ;—
মহাঘোর শূন্যময় আছিল এ লোকত্রয়,
তোমারি কটাক্ষে সব হইল সৃজন।
স্নেহ প্রেম দয়া দিয়ে রেখেছ ভুবন ছেয়ে,
তুমিই করুণারূপে ব্যাপ্ত চরাচর,
তুমি ব্রহ্মা বিষ্ণু হর, ধ্যায়ি তোমা নিরস্তর,
জীবন ত্যজিতে পারি দেহ এই বর!


পরজ—আড়া।

দীনদয়াময়! দীন জনে দেখা দাও!
করুণা ভিখারী আমি করুণা কটাক্ষে চাও!
চরণে উৎসর্গ দান করিতেছি এই প্রাণ,
সংসার অনলকুণ্ডে ঝলসি গিয়াছে তাও।