পাতা:কবিতা ও গান.djvu/২৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ধর্ম্ম-সঙ্গীত।
২৩৭

তোমার শান্তির হাস চারি দিকে পরকাশ
তাহারি বিমল ছায়ে ঘুমাইছে স্নিগ্ধ উপবন।
যে দিকে ফিরাই আঁখি শান্তির সুষমা দেখি,
তোমার স্নেহের ভাবে অভিভূত হৃদি প্রাণ মন!
হেথায় প্রভেদ নাই, নভ পৃথ্বী এক ঠাঁই,
তব প্রেমামৃত পিয়ে আনন্দে করিছে আলিঙ্গন।
সে প্রেম উছলি আসি হৃদয়-মন্দিরে পশি
সঞ্চরে তাপিত প্রাণে,প্রভু!ওহে নূতন জীবন।
সুরভি-লহরী তুলি বিজনে পরাণ খুলি
তোমারি মহিমা গায় দিবস রজনী সমীরণ।
চারিদিকে তরুলতা হরষে নোয়ায়ে মাথা
সমভাবে একমনে ধোয়াইছে তোমারি চরণ।
এমনি এ পুণ্য স্থান সংস্রবে পবিত্র প্রাণ
পৃথিবীর দুঃখ জ্বালা করে ভয়ে দূরে পলায়ন।
পিতা গো,আজিকে তাই এসেছি এ পুণ্য ঠাঁই,
জুড়াও তাপিত হৃদি করি শান্তি সুধা বরিষণ!


সিন্ধু—একতালা।


হৃদয়ের অনন্ত পিপাসী—
নিবারে কেমনে,প্রভু,সংসারের বিন্দু ভালবাসা!
চাহি মান,চাহি ধন, চাহি প্রিয় পরিজন,
যত পাই আরো চাই, কেবলি দুরাশা!