পাতা:কবিতা ও গান.djvu/২৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ধর্ম্ম-সঙ্গীত।
২৩৯

কানাড়ি খাম্বাজ—একতালা।


অনাথনাথ হে ভয়দুঃখহারি!
ধন্য ধন্য হে করুণ তোমারি!
সুখে দুঃখে, প্রভু, তব প্রসাদ নেহারি,
পুণ্য পাপে অব মঙ্গলবারি;
মোহ জ্ঞানে তব প্রভাব প্রসারি,
নিখিল বিশ্ব দৃশ্য প্রেম মহিমারি!
জয় জয় হোক তোমারি!


মিশ্র রামপ্রসাদি সুর।


মা বলে আর ডাকব না মা! নাম রেখেছি পাষাণ মেয়ে!
ডাকছি এত আকুল প্রাণে,তবুও দেখলিনে চেয়ে!
সবাই বেড়ায় হাহা করে,সবার চোখে অশ্রু করে,
অশ্রু নয় সে হৃদয় ফেটে রক্তরাশি পড়ে বেয়ে!
কেমন মায়ের ভালবাসা?সে রক্তে তোর মেটে তৃষা?
মা হয়ে মা নৃত্য করিস সন্তানের রক্ত পিয়ে!
কি গুণে সবে না জানি বলে তোয় করুণারাণী,
এমন ত পাষাণী আমি দেখি নাই ভবভূঁয়ে!
মা আমার জননী ওমা! মা বলে আর ডাকিব না!
সন্তানে স্নেহ দিলিনে ছি ছি মা জননী হ’য়ে!