পাতা:কবিতা ও গান.djvu/২৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৪০
ধর্ম্ম-সঙ্গীত।

খট-যৎ।


দয়াময়ী নামে তোর কলঙ্ক দিসনে শ্যামা!
নিরীহ নির্দ্দোষের পানে নয়ন তুলে বারেক চা মা
অত্যাচারের পাষাণ পায় দুর্ব্বলে প্রাণ হারায়,
এ সঙ্কটে, দয়াময়ি! দিসনে,মা,তোর দয়ায় সীমা!
চা গো মা করুণাময়ী নয়ন তুলে বারেক চা মা!



টোড়ি—আড়া।


ওগো তারা দয়াময়ি!তোমার দয়া কেবা জানে!
বিশ্বভুবন বেঁচে গেছে করুণা অমৃতপানে!
যে না চাহে তোমায়,মা গো,তারে হৃদে তুমি জাগো,
অন্ধজনের নয়ন ফোটাও, পুণ্য ঢালো পাপীর প্রাণে!
মা গো আমার! তুই মা তারা ত্রিভূবনের নয়নতারা,
তোর করুণা ভাবতে গেলে নয়নের জল নাহি মানে!