পাতা:কবিতা ও গান.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কবিতা ও গান। বলি শোন খুলে। হেদে বিন্দে, বলি শোন খুলে,• ননদী বলেছে আর আসিতে দেবে না কুলে। গৃহেতে রাখিবে বন্ধ, নয়ন করিবে অন্ধ, কালোরূপ-নিধি আর দেখিতে পাব না মূলে। হৃদি হতে প্ৰেমলতা শুকায়ে ফেলিবে তুলে! সজনি লো, মিছে কহিছি না, কঁদিব কি-কথা শুনে হাসিয়ে বাচি না ! বিশ্বে যা আনন্দ পুণ্য, যাহা বিনা সব শূন্ত, ষে নারী সে প্রেমমৰ্ম্ম না জানে, সে অতি দীন ! আহামরি কি বুদ্ধি ধারালো ! দেহই বাধিল যেন, কেমনে বঁাধিবে মন, হঁ্য লো ! क्षलाग्न झलाग्न अँींक, যে মধু মুকুতি বাক, প্রাণের পরাণে পূর্ণ যে অরূপ রূপ কালে .