পাতা:কবিতা ও গান.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शंध्र ! হায় ! झम्नि ! ওগো ! কেমনে ভুলি। سیستم های سیستمه নেস্থলেছে, আমি কেমনে তুলি! নুতন বসন্তে নুতন হাওয়া, মধুত্ব নয়নে মধুর চাওদা, ফুল তুলে চুলে পরাইয়ে দেওয়;

  • থাকিয়া থাকিয়া পাপিয়া বুলি,--

সে ভুলেছে বলে কেমনে ভুলি ! গাছের তলায় খেলার ভাণ, প্রাণের মাঝারে প্রেমের টান, কথায় কথায় মান অভিমান, ভাল বাসে কিম৷ এই আকুলি,— সে ভুলেছে তাই কেমনে ভুলি! ধীরে ধীরে বলা মনের কথা, নম্বন্ধের নীরে প্রেম-ভাকুলত, পুরাতন ছলে নূতন ব্যথা আবেগে দেখান হৃদয় খুলি;লে ভুলেছে বলে কেমনে ভুগি । স্বপনেতে যেন আত্মবিনিময়, সুখের সাগরে মগন হৃদয়, মুহূর্জের মাঝে অনন্ত স্কিলয়, স্বর্গে পরিণত মরত ধূলি! সে কি ভোলা যায়! কেমনে জুলি !