পাতা:কবিতা ও গান.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ينقية কবিতা ও গান । সহসা বিষ্ময় গ্রালে চমকি চাহিনু পাশে, আকুল নিশ্বাস যেন পশিল শ্রবণে কার? একি রে কাহার ছবি ? এলোকেশী কে মাসী ? বিষণ্ণ গভীর মূৰ্ত্তি ছল ছল চু নয়ান ! প্রাণের স্বপন যত বুঝি এইখানে হত, তরু কি গাহিতেছিল ইহারি বিলাপ গান ! স্পন্দহীন অনিমেষ, দেখিতেছি সেই বেশ, সহসা চাহিল নারী এইদিক পানে ফিরে ; দেখিয়া অচেন আঁখি ক্ষণেক থমকি থাকি সুদীর্ঘ নিশ্বাস ফেলি চলি গেল উঠি ধীরে । কি যেন কি মনে করে ডাকিনু কাতর স্বরে, কে তুমি সলিল ? তব কি যন্ত্রশ দুঃখ ? গেল চলে শুনিল না, একবার চাহিল না, বুঝি ভুল করিয়াছি লাজেতে কঁাপিল বুক ; পার্থীটি মাখার পরে শুধু করে টুক টুক !