পাতা:কমলেকামিনী দর্শন.djvu/১১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

郭秀 ~ - 丁素 কমলে কামিনী দর্শন। ኧ›› রাজ। বলি নিস্কর ব্ৰহ্মত্তর বিশেষ কেমন করে ? বয়স্য । আজ্ঞা নয় কেমন কোরে, খাজনা দিতেও হয়না, নায়েব গোমস্তারও দরকার নাই, পাক প্যায়াদারও আবশ্বক নাই, নিখরচ টাকা আদায়, একি কম সুবিধা ? রাজা। নিখরচ কিসে দেখলে ? বয়স্য । আজ্ঞা সবই, যে বাণিজ্য করতে আসে, সে নিদেন হাজার মণে দুহাজার মণে নৌকা বোঝাই করে রত্ন মালার ঘাটে এসে উপস্থিত হয়, আর আপনি ঘরে বসে লাভ করেন, লাভ বলে লাভ, আবার সেই বণিকদের কারাগারে পূরে ঘানি টানিয়ে তেল বার কোরে নিয়ে লাভ করেন, আপনার লাভের কি সীমা আছে, সে যা হোক, মহারাজ ! আপনার কপালের জোরটা খুব দরাজ, কালিদহে পদ্মের উপর গোলাপি রঙ্গের যে একটা কামিনী দাড়িয়ে আছে, সেইটাই আপনার রাজ্যের রাজলক্ষী, সে পটল তুল্লেই আপনাকেও সঙ্গে সঙ্গে পটল তুলতে হবে। (কোটাল, রামসিং, গঙ্গারামসিং সহ বন্দী শ্ৰীমন্ত ও নালিকগণের প্রবেশ ) কোটাল। সেলামৃ পৌছে মহারাজ ! এহি সদাগর লেড় কা বাণিজ কর্নেক ফিকিরমে আকে রত্ন মালাকা ঘাট মে বেগর হুজুর্ক হুকুম আপ না মৎলব সে আউর জবর দস্তিসে কিস্তি লাগায়া আউর দামামা বাজায়া, হুদু বৃকা পাশ পাকড়কে লে আয়, আবি হুজুর্ক যে হুকম্। বয়স্য । ( খ্ৰীমন্তকে দেখিয়া স্বগতঃ) মনে মনে যা ভেবেছি তাই সন্মুখে, কোন গরিবের বাছ এসে মুরে 莱 - 藩